Howrah Amta Local Train : হাওড়া-আমতা শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা – howrah amta local train service disrupted as tree branch fallen on overhead wire


ওভারহেড তারে গাছের ডাল পড়ে বিপত্তি। হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। সপ্তাহের শুরুর দিনে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।জানা গিয়েছে, রেলের ওভারহেড তারে উপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। সেই কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। বড়গাছিয়া স্টেশনে কাছে ঘটনাটি ঘটে। ওভারহেড তারে বিপত্তি ঘটায় আপ লাইনের একটি ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সপ্তাহের শুরুর দিনেই সমস্যায় পড়েছেন যাত্রীরা।

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, যে এই ঘটনা জেরে ওই শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। হাওড়া- আমতা লাইনে সপ্তাহের শুরুর দিনেই ভিড়ে ঠাসা থাকে প্রত্যেকটি ট্রেন। অফিস ফেরত টাইমে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের।

পাঁচ সেকশনে গড় গতি: ‘সেঞ্চুরি’ হাঁকাল পূর্ব রেল
তবে, বড়গাছিয়া স্টেশনের কাছে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার ঘটনা নতুন নয়। জুলাই মাসের শুরুতেই সকালে হাওড়া-আমতা শাখায় বড়গাছিয়া স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ঘটে যায় বিপত্তি ঘটে। সকাল ৬.০৫ নাগাদ একটি ট্রেন আমতার দিক থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। বড়গাছিয়া স্টেশনে ঢোকার আগে ওভারহেডের একটি তারের সঙ্গে জড়িয়ে যায় প্যান্টোগ্রাফ। যে কারণে, তারটি ছিঁড়ে ট্রেনের উপরে পড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *