Kankalitala Temple : বিপদসীমার উপরে কোপাই, বানভাসি কংকালীতলার দরজা বন্ধ – water logging situation in kankalitala temple area as kopali river flows above danger level watch video


দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের ফলে একাধিক জেলার একাধিক অঞ্চল বানভাসি। নদীর জল উপচে ভাসিয়ে দিয়েছে দুই পাড়ের অঞ্চল। বিপদসীমার উপর দিয়ে বইছে বোলপুরের কোপাই নদীও। কোপাইয়ের জলে বানভাসি কংকালীতলা। কোপাইয়ের জল উপচে ভরে গিয়েছে কংকালী তলার মন্দির চত্বর। একটানা বৃষ্টিতে বেড়েছে কোপাইয়ের জলস্তর। পাড় ছাপিয়ে মন্দিরের ভিতরেও হাঁটু জল। সকালে সে অবস্থাতে মন্দির খোলা থাকলেও বেলা বাড়তেই বাড়ে সমস্যা। মন্দির কর্তৃপক্ষ দরজা বন্ধ করার সিদ্ধান্ত নেন। মন্দিরের মূল ঘরেও জল ঢুকে পড়ার আশঙ্কা। জলের কারণে বন্ধ মন্দির চত্বরের একাধিক দোকান। যদিও তার মধ্যেই পুন্যার্থীদের মন্দিরে পুজো দিতে আসতে দেখা গিয়েছে। যদিও অন্য দিনের থেকে মন্দিরে ভক্তসংখ্যা ছিল অনেক কম। বেলায় জল আরও বাড়তে বন্ধ করা হয় মন্দিরের কপাট। সন্ধের মধ্যে জল না নামলে কংকালী মাকেও সরানো হতে পারে বলে মন্দির সূত্রে খবর। শনিবার মন্দির ভক্তদের জন্য বন্ধ থাকবে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। এখন মন্দির চত্বর থেকে জল নামার জন্য বৃষ্টির তোড় কমার অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই বলে দাবি স্থানীয় দোকানদারদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *