Sourav Ganguly,গড়বেতায় নিয়ম মেনে সৌরভের জমি হস্তান্তর, দাবি নবান্নর – alapan bandyopadhyay says west bengal government has allotted land for industry at garhbeta following all rules


পশ্চিম মেদিনীপুরে শিল্পের জন্য জমি দেওয়া নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। জমি হস্তান্তর এবং দাম নিয়েই মূলত অভিযোগ। বিষয়টি আপাতত বিচারাধীন। এই ইস্যুতে শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্পের জন্য জমি দেওয়া নিয়ে বিভ্রান্তিকর, অসত্য এবং পুরোপুরি ভিত্তিহীন খবর কোথাও কোথাও প্রকাশিত হয়েছে। বেরি অ্যালয়েজ় লিমিটেড এবং ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ় ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে দু’টি সংস্থা গড়বেতায় যথাক্রমে ২৪২.৪৩ এবং ৭৫.৬২ একর জমির রেজিস্ট্রেশন পেয়েছে।’এই বিষয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানান, ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের নির্ধারিত দরেই এই জমির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ় দিয়েছে ৩০ কোটি ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা, আর বেরি অ্যালয়েজ় দিয়েছে ১২ কোটি ১৮ লক্ষ ৬০ হাজার টাকা। অনুন্নত তথা পিছিয়ে পড়া গ্রামীণ এলাকায় শিল্প স্থাপনের লক্ষ্যে নীতি এবং পদ্ধতি পুরোপুরি মেনে, সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রথা মেনে জমি দিয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম।

প্রসঙ্গত, গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে সঙ্গী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই সৌরভ বাংলায় ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন। সেই কারণে সৌরভকে গড়বেতায় জমি দেয় রাজ্য সরকার। সেক্ষেত্রে শিল্পের স্বার্থে সমস্ত নিয়ম মেনেই যে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম জমি দিয়েছে সেই বিষয়টিই এদিন আলাপন স্পষ্ট করে দেন।

এদিকে এরই মাঝে শিল্প নিয়ে রাজ্যে খুশির খবর। বাণিজ্য মন্ত্রকের সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ, মাত্র ৩ মাসেই ১৯,১০০ কোটি টাকার লগ্নি প্রস্তাব পেয়েছে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এটিই রাজ্যে সবচেয়ে বেশি লগ্নি প্রস্তাব। এর আগে ২০১৫ সালে ১০ হাজার কোটি টাকার বেশি লগ্নি প্রস্তাব এসেছিল বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *