‘জয় শুরু হয়ে গিয়েছে…’, নারী সুরক্ষায় সরকারের পদক্ষেপ নিয়ে কী বললেন ‘রাত দখলে’-র রিমঝিম? – reclaim the night famous rimjhim sinha reaction on woman security after rg kar incident


‘রাত দখল’ কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি। লড়াই থামার নয়। মহিলাদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন রিমঝিম সিনহা। কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষায় ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। সরকারি নির্দেশিকার পরিপ্রেক্ষিতে আন্দোলনের ‘জয় শুরু হয়ে গিয়েছে’ বলে দাবি করলেন প্রতিবাদী কন্যা।নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রিমঝিম বলেন, ‘আমাদের জয় আসতে শুরু করেছে। ইতিমধ্যে আরজি করে আন্দোলনরত ডাক্তারদের বদলির যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা স্থগিত করা হয়েছে।’ সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতালগুলিতে মহিলা কর্মীদের সুরক্ষায় ১০টি বিশেষ পদক্ষেপের কথা ঘোষণা করা রাজ্য সরকার। সেই বিষয় নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন রিমঝিম। তিনি বলেন, ‘সরকারের তরফে মহিলাদের জন্য টয়লেট সহ সুরক্ষিত রুমের ব্যবস্থা থাকবে।… কিন্তু আমাদের যে বাকি দাবিগুলো সেটা নিয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি।’


গণপরিবহণে মহিলাদের সুরক্ষা ব্যবস্থা, স্কুলের পাঠ্যে লিঙ্গ বৈষম্য দূরীকরণে নির্দিষ্ট বিষয় যুক্ত করা সহ একগুচ্ছ দাবি রয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদের পাশাপাশি এই বিষয়গুলি নিয়েও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। সেই বিষয়গুলো নিয়ে কেন কোনও পদক্ষেপ করা হল না, প্রতিবাদ রিমঝিমের। সরকারি নির্দেশিকা ‘রাতের সাথী’ বলে মহিলা ভলান্টিয়ারের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘আরজি করে হামলাকারীদের ভয়ে পুলিশকেই লুকোতে হয়েছে। সেক্ষেত্রে রাতের সুরক্ষার জন্য ‘ রাতের সাথী’ বলে যে মহিলা ভলান্টিয়ারদের নিয়োগ করার কথা বলা হয়েছে, তাঁরা সুরক্ষা দেবেন কী ভাবে?

Sukhendu Sekhar Roy: ভুল তথ্য প্রচারের সঙ্গে কমিশনারকে জেরার দাবি, সুখেন্দুশেখরকে লালবাজারে তলব
পাশাপাশি, রাতে যে কর্মক্ষেত্রে মহিলাদের একান্ত প্রয়োজন নেই, সেখানে মহিলাদের কর্মে নিয়োগ না করার ব্যাপারে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। বিষয়টি নিয়ে রিমঝিমের বক্তব্য, ‘এই জন্যই কি মেয়েরা রাস্তায় ছিলেন? ১৪ তারিখ এবং তারপর প্রায় প্রতিদিন শহরে জেলায় সচেতন নাগরিকরা মিছিল-জমায়েত করেছেন। এসব মধ্যযুগের ক্লজ কোনওভাবেই মেনে নেওয়া হবে না! ৫ দফা দাবিপূরণ না হওয়া অবধি লড়াই জারি থাকবে। হুঁশিয়ার!’ আন্দোলন জারি থাকুক এবং সরকারের উপর চাপ বজায় রাখা হোক বলে সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *