আরজি করে ঘটনা নিয়ে আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে। প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। টলি-বলি সকল জগতের মানুষ নারকীয় ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। বিষয়টি নিয়ে মুখ খুলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি ও ন্যায় বিচার চাইছেন তাঁরাও। তবে বর্তমান পরিস্থিতিতে অনেকটাই রাজনৈতিক রঙ লেগে সীমাবদ্ধ হয়ে গিয়েছে বলেই মনে করছেন টলিউড অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। এদিন বারাসাতে রাখি বন্ধন উৎসবে যোগ দিতে এসে একদিকে যেমন মঞ্চ থেকেই বর্তমান চলা পরিস্থিতির বিষয়ে সরব হতে দেখা যায় তৃণমূলের এই বিধায়ককে পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই আন্দোলন বর্তমানে অনেকটাই রাজনৈতিক ঘেরাটোপে পড়ে গিয়েছে।
চিরঞ্জিৎ বলেন, ‘বিষয়টি আর মুখ্যমন্ত্রীর হাতে নেই। এখন তদন্তভার সামলাচ্ছে সিবিআই। সিবিআইয়ের হাতে থাকা এরকম বহু ঘটনারই এখনও নিষ্পত্তি হয়নি।…যদিও এছাড়া কোনও সংগঠন নেই, সবশেষে ওঁদের দিয়েই তদন্ত করাতে হবে।’ তবে, গত কয়েকদিনে সাধারণ মানুষের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন তিনি।
চিরঞ্জিৎ বলেন, ‘বিষয়টি আর মুখ্যমন্ত্রীর হাতে নেই। এখন তদন্তভার সামলাচ্ছে সিবিআই। সিবিআইয়ের হাতে থাকা এরকম বহু ঘটনারই এখনও নিষ্পত্তি হয়নি।…যদিও এছাড়া কোনও সংগঠন নেই, সবশেষে ওঁদের দিয়েই তদন্ত করাতে হবে।’ তবে, গত কয়েকদিনে সাধারণ মানুষের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন তিনি।
চিরঞ্জিৎের কথায়, ‘সারা ভারত জুড়ে মানুষ প্রতিবাদ করছে। এটার থেকে সুন্দর আন্দোলন আর হয় না। নিঃশব্দে হয়। তাঁরা চেঁচায় না। তাঁদের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। ভীষণ ভালো। তবে এটাতে যেন রাজনীতির রঙ না লাগে।’ তবে সিবিআইয়ের তদন্ত নিয়েও সন্দেহপ্রকাশ করতে শোনা গিয়েছে তাঁকে।
অভিনেতা বিধায়ক জানান, বর্তমানে আদালতগুলিতে জমে থাকা মামলার সংখ্যা এত পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সঠিক সমাধান মিলছে না। ছোট-খাটো বিষয় নিয়েও মামলা হয় বিভিন্ন আদালতে। তবে আরজিকর কাণ্ডে নির্যাতিতার এই নৃশংস ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হোক এবং শাস্তি হোক দোষীদের চাইছেন বিধায়ক চিরঞ্জিৎও। খুব দ্রুত এই ঘটনার তদন্ত শেষ হয়ে দোষীদের শাস্তি হোক, এমনটাই আশা করছেন তিনি। তবে আগামী দিনে বিচার প্রক্রিয়ায় কী উঠে আসে এখন সেদিকেই নজর সকলের।