আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবার দেখা গেল ট্রেনে। ট্রেনে নিত্যযাত্রীদের অভিনব প্রতিবাদ করতে দেখা গেল। শিয়ালদা-বনগাঁ লোকালে বিচার চাই স্লোগান উঠল। উই ওয়ান্ট জাস্টিসের পাশাপাশি দোষীদের অবিলম্বে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন লোকাল ট্রেনের এই যাত্রীরা। শিয়ালদা থেকে রাত্রে ফেরার ৮ টা ১৪-এর বনগাঁ লোকালের প্রতিটি কামরাই তখন ছিল প্রায় ভিড়ে ঠাসা। তবে তার মধ্যেই মালপত্র নিয়ে যাওয়ার জন্য ভেন্ডারে থাকা যাত্রীরা এদিন দেখালেন এমনই অভিনব প্রতিবাদ। আসুন দেখে নিন এই ভিডিয়ো।