Rail Ticket Booking: টিকিট কাটুন সহজেই! মালদা রেল ডিভিশনের যাত্রীদের জন্য নয়া উদ্যোগ – railway ticket qr code payment system starting at various stations in malda division


মালদা ডিভিশনের রেল যাত্রীদের জন্য সুখবর। রেলের টিকিটের জন্য কিউআর কোডের মাধ্যমে অনলাইন পেইমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। অন্যান্য বড় স্টেশনের মতো এবার মালদা ডিভিশনের একাধিক স্টেশনে কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার পদ্ধতি চালু হতে চলেছে।রেল সূত্রে খবর, মালদা রেল ডিভিশনের একাধিক বড় বড় স্টেশনে এবার এই কিউআর কোড পরিষেবা চালু করা হয়েছে। ট্রেনের সাধারণ টিকিট বা রিজার্ভেশন টিকিট করার সময় স্টেশনের কাউন্টারগুলিতে আর অপেক্ষায় থাকতে হবে না। ভারতীয় রেলের পক্ষ থেকে ইতিমধ্যে বড় বড় স্টেশন গুলিতে চালু করা হচ্ছে কিউআর কোড পেইমেন্ট সিস্টেম। অনলাইন পদ্ধতিতে টিকিট কেটে নেওয়া যায় নতুন এই পদ্ধতিতে। যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং নগদবিহীন লেনদেনের উদ্দেশে ভারতীয় রেল এই পরিষেবা চালু করছে।

ইতিমধ্যে মালদা ডিভিশনের সাতটি বুকিং কাউন্টারে অনলাইন ইউপিআই পেমেন্টের জন্য কিউআর কোড ডিভাইস চালু করা হয়েছে। বর্তমানে প্রায় সমস্ত ক্ষেত্রেই অনলাইন লেনদেন চালু হয়েছে। তবে ভারতীয় রেলের স্টেশনগুলির টিকিট কাউন্টারে এতদিন এই সিস্টেম চালু ছিল না। ফলে প্ল্যাটফর্ম টিকিট বা সাধারণ টিকিট কাটার সময় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের। ভারতীয় রেলের পক্ষ থেকে ইতিমধ্যে এই অনলাইন পদ্ধতিতে ক্যাসলেস পেমেন্টের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

এর মাধ্যমে যাত্রীরা খুব সহজেই দ্রুত টিকিট কাউন্টারগুলিতে টিকিট কাটতে পারবেন। ক্যাসলেস পদ্ধতি চালু হওয়ায় দীর্ঘ লাইন আর তেমন না হওয়ার সম্ভাবনা রয়েছে টিকিট কাউন্টার গুলিতে। কারণ অনলাইন পদ্ধতিতে টাকা পেমেন্ট খুব দ্রুত সম্ভব। খুচরো লেনদেনেরও কোনও সমস্যা থাকল না রেলের এই পদ্ধতি অধিকাংশ স্টেশনের টিকিট কাউন্টার গুলিতে চালু হওয়ায় খুশি যাত্রীরা।

মেট্রোপলিটনে শেষ কলকাতা মেট্রোর জোড়া পিলার তৈরির কাজ
মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা বলেন, ‘যাত্রীরা যখন কিউআর স্কড স্ক্যান করবে, তখন ইউপিআই অ্যাপেই দেখানো হবে কত অর্থ তাঁকে দিতে হবে। অনালাইনে এরপর সহজেই সেই অর্থ দিতে পারবেন টিকিট কাটার জন্য। পেমেন্ট করার পরেই হাতে টিকিট পেয়ে যাবেন যাত্রীরা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *