মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বাম জমানায় ২০১০ সালে। নানা আইনি জটিলতায় পরীক্ষা গ্রহণ করা হলেও সেই নিয়োগ আটকে যায় পরবর্তীতে। হাইকোর্টের নির্দেশে ফের নতুন করে পরীক্ষা গ্রহণ করা হল রবিবার। সরকারি চাকরির আশা ছেড়ে অনেকেই নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছিলেন। বই-খাতা শিকেয় তুলে কেউ মন দিয়েছিলেন সংসার সামলানোয়, কেউ আবার দুবেলা ভালোমন্দ খেয়ে পরে বাঁচতে জুটিয়ে নিয়েছেন কিছু না কিছু চাকরি। ১৪ বছর আগে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনো মাদ্রাসা সার্ভিস কমিশনের ‘গ্রুপ-ডি’ বিভাগের পরীক্ষার অবশেষে এল ডাক। উল্লেখ্য, ২০১০ সালে বিগত বাম আমলের শেষের দিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে গ্রুপ ‘ডি’ পর্যায়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। আইনি জটিলতায় সেই পরীক্ষা স্থগিত হয়ে যায়। দীর্ঘ আইনি লড়াই শেষে এবার আদালতের নির্দেশে ১৪ বছর আগের অসমাপ্ত সেই পরীক্ষাই ছিল রবিবার।