Rupanjana Mitra Exclusive: ‘অনুরাগের ছোঁয়া এখন মান-অভিমানের ছোঁয়া’ অকপট রূপাঞ্জনা – anurager chhowa serial actress rupanjana mitra talks about the serial story twist and shooting experience watch video


অনুরাগের ছোঁয়া বর্তমানে স্টার জলসা-জি বাংলা মিলিয়ে সব থেকে পুরোনো ধারাবাহিক। এই সময় যখন কয়েক মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে বহুদিন ধরে চলে আসছে এই সিরিয়াল। আর দেখতে দেখতেই এই মেগা ৮০০ পর্ব পার করে ফেলেছে। এই সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা রূপাঞ্জনা মিত্র এই সিরিয়ালের সাফল্য নিয়ে কথা বললেন। শুটিং চলাকালীন ঠিক কতটা আনন্দ করেন তাও জানালেন তিনি। তিনি বলেন যে, ‘অনুরাগের ছোঁয়া থেকে এখন মান অভিমানের ছোঁয়া’। মহিলাদের পরিশ্রমের গল্প উঠে আসছে এই ভিডিয়োতে। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *