Nawsad Siddique Mla,ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ নওশাদের – isf mla nawsad siddique reportedly received life threatening phone call


ISF-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ফোনে হুমকি পেয়েছেন, এই মর্মে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ভাঙড়ের বিধায়ক এই প্রসঙ্গে বলেন, ‘কে বা কারা এই হুমকির নেপথ্যে রয়েছে, তা তদন্ত সাপেক্ষ।’

হুমকি পেলেন নওশাদ

ISF বিধায়ক নওশাদের দাবি, গত ৩ সেপ্টেম্বর বেলা ১ টা নাগাদ ISF-এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে অজ্ঞাতপরিচয় একজন তাঁকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ বিধায়কের। তিনি হুগলি গ্রামীণ পুলিশ সুপার, চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম ও জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে কী জানিয়েছেন নওশাদ?

নওশাদ জানিয়েছেন, ‘আমাকে হুমকি দিয়ে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়। হুমকিদাতা বলে, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিস না। তোকে সাবধান করে দিচ্ছি, তোকে জানে মেরে দেব।’
নওশাদের অভিযোগ, ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তাঁকে গলা কেটে হত্যার হুমকিও দেন। ISF বিধায়কের কথায়, ‘ বলা হয়, আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চাইছি।’

Coochbehar News: কোচবিহারে আরজি কর কাণ্ডের প্রতিবাদী মহিলাকে হুমকি

সমাজের জন্য যে লড়াই করছি তা থেকে সরিয়ে আনতেই খুনের হুমকি, দাবি নওশাদের। তিনি জানিয়েছেন, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল সেই নম্বর তিনি পুলিশকে জানিয়েছেন।
এই হুমকির উদ্দেশ্য প্রসঙ্গে নওশাদের বক্তব্য, ‘আরজি করে তরুণীর মৃত্যু এবং হরিয়ানাতে যুবককে পিটিয়ে খুনের ঘটনার প্রতিবাদ আমি করেছি। বিধানসভার অন্দরেও আওয়াজ তুলেছি। আমি বলছি না এটা তৃণমূল কংগ্রেস করছে। পুরোটাই তদন্ত সাপেক্ষ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *