RG Kar Protest: বলাগড়ের চা বিক্রেতার অভিনব প্রতিবাদ – balagarh tea seller joy dhar unique protest for rg kar incident for details watch video


আরজি কর কাণ্ডের পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। এখনও মেলেনি বিচার। আর সেই দাবিতেই কলকাতা থেকে জেলায় চলছে প্রতিবাদ। যত সময় এগিয়েছে, প্রতিবাদের ঝাঁঝ তত বেড়েছে সর্বস্তরে। তবে অনেকেই রয়েছেন যারা চেয়েও প্রতিবাদে সামিল হতে পারছেন না। তাই পথে নেমে প্রতিবাদ না করে অভিনব প্রতিবাদের পথই বেছে নিচ্ছেন তাঁরা। তাঁদের মধ্যেই একজন হলেন বলাগড়ের চা বিক্রেতা জয় ধর। দোকান ছেড়ে তিনি যদি প্রতিবাদের জন্য পথে নামেন তবে তাঁর রোজগার বন্ধ হয়ে যাবে। তাই দোকানেই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তিনি। জয়ের দোকানে চা খেতে গেলে একবার হলেও চোখ যাবেই দোকানের বাইরে ঝোলানো একটি বোর্ড, যেখানে বড় বড় করে লেখা, ‘চা খেতে খেতে ভুলে যাবেন না বিচার পায়নি তিলোত্তমা’। চায়ের দোকানে আসা সবার মুখেই জয়ের এই অভিনব প্রতিবাদের প্রশংসা শোনা গিয়েছে। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *