RG Kar Viral Audio: ভাইরাল অডিয়ো কাণ্ডে গ্রেপ্তার DYFI নেতা কলতান দাশগুপ্ত – bidhannagar police commissionerate press conference over investigation in viral audio case amid rg kar protest watch video


জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্তের অভিযোগ সংক্রান্ত একটি অডিয়ো ভাইরাল হয়। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। যাঁদের মধ্যে একজন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত এবং অন্যজন হালতুর বাসিন্দা সঞ্জীব দাস। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্তের যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে তা সত্য, শনিবার সাংবাদিক বৈঠক করে জানাল বিধাননগর পুলিশ কমিশনারেট। বিধাননগর পুলিশ কমিশনারেট সাংবাদিক বৈঠকে জানায়, সঞ্জীব দাস স্বীকার করেছে ওই অডিয়োর একটি কণ্ঠস্বর তাঁর। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *