Bus Accident News,হুগলিতে দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়াদের পিকনিকের বাস, মৃত চালক – one school student picnic bus met an accident in hooghly


স্কুল পড়ুয়া এবং তাদের অভিভাবকদের নিয়ে পিকনিকে যাওয়ার পথে শুক্রবার ভোরে হুগলি চণ্ডীতলায় দুর্ঘটনার মুখে পড়ল একটি বাস। এই দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে, আহত আরও ৫। চন্ডীতলার কলাছড়ার কাছে ১৪ নম্বর গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার মইপিঠ থেকে বাসটি পুরুলিয়ার অযোধ্যার দিকে যাচ্ছিল। ডানকুনি থেকে চাঁপাডাঙার দিকে যাওয়ার সময় অহল্যাবাঈ রোডে বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মেরে পরে নয়নজুলিতে পড়ে উল্টে যায়। প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। আহতদের চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালক রাজু হালদারের (৩৬)।

পুলিশ সূত্রে খবর, ভুবনেশ্বরী জয়কৃষ্ণ হাই স্কুল এবং মধ্যপূর্বা আদ্রাসাথে বিদ্যাপীঠ স্কুলের কিছু পড়ুয়া ও তাদের অভিভাবকদের নিয়ে মইপিঠ সুন্দরবন থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যাচ্ছিল ২টি বাসটি। বাস ভাড়া করেছিল বিদ্যারতি শিক্ষা কেন্দ্র নামে একটি কোচিং সেন্টার। ২টি বাসে ২০০ যাত্রী ছিল। একটি বাস আগে এগিয়ে যায়। পিছনের বাসটি চণ্ডীতলার কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি যে লরিটিতে ধাক্কা দেয় তাতে কাচের বোতল ছিল, যা ছিটকে বাসের বেশ কিছু যাত্রীর গায়ে লাগে। আহত হন তাঁরা। তবে প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকেই ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া বাসের চালক রাজু হালদারের মৃত্যু হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Road Accident: মোটরবাইকের পেছনে লরির ধাক্কা, হাওড়ায় মৃত দম্পতি-সহ ৩

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। হুগলির গ্রামীণ পুলিশের এসডিপিও তমাল সরকার জানিয়েছেন, কিছু যাত্রী আহত হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *