পার্কস্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারের ‘শ্লীলতাহানি’! Lady civic volunteer reportedly physicall harrassed in Parkstreet Police station


পিয়ালী মিত্র: খাস কলকাতায় এবার থানার ভিতরেই ‘শ্লীলতাহানি’! আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার। কীভাবে? অভিযোগের তির এক সাব ইন্সপেক্টরের দিকে। অভিযুক্তকে ক্লোজ করে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ঘটনাটি ঘটেছে পার্কস্ট্রিট থানায়।

আরও পড়ুন:  Jaynagar Incident | Calcutta High Court: জয়নগরকাণ্ডে কল্যাণীর JNM হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের!

জানা গিয়েছে, ২০১৭ সালে চাকরি পান। প্রায় ৬ বছর পার্কস্ট্রিট থানাতেই সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত অভিযোগকারী মহিলা। পুজোর সময়ে শহরের সমস্ত থানাতেঅ সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড ও কনস্টেবলদের জামা দেওয়া হয়। ব্যতিক্রম নয় পার্কস্ট্রিট থানাও।

অভিযোগ, তখন গভীর রাত। শুক্রবার ওই সিভিক ভলান্টিয়ারকে নিজের ঘরে ডেকে পাঠান পার্ক স্ট্রিট থানারই এক সাব ইন্সপেক্টর। এরপর পুজোয় জামা দেওয়ার নামে তাঁর শ্লীলতাহানি করে! অভিযুক্ত পুলিস আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সিভিক ভলান্টিয়ার। স্রেফ ক্লোজ করাই নয়, সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। 

আরও পড়ুন:  R G Kar Incident: জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি, সমর্থনে ধরণায় আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা-বাবাও…

এদিকে আরজি কর উত্তাল কলকাতা। পুজোর সময়ে সরকার ডেডলাইন দিয়ে কর্মবিরতি প্রত্য়াহার করে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু নির্দিষ্ট সময়সীমার পরেও দাবি পূরণ হয় না। ধর্মতলায় এবার অনশন শুরু করেছেন তাঁরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *