Threat Syndicate,ভয় দেখিয়েই কি চলত আর্থিক দুর্নীতির কারবার? তদন্তে সিবিআই – rg kar hospital syndicate member ran financial corruption


এই সময়: আরজি কর হাসপাতাল থেকে বহিষ্কৃত হাউস স্টাফ আশিস পাণ্ডেকে জেরা করে হাসপাতালের ‘থ্রেট সিন্ডিকেট’-এর বেশ কয়েকজন সদস্যের নাম পেয়েছে সিবিআই। আবার এই চক্রটিই আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারী অফিসাররা। খুব শিগগিরই এই অভিযুক্তদের ডেকে পাঠানো হবে বলে সিবিআই সূত্রের খবর।আজ, সোমবার আশিসকে ফের আলিপুর আদালতে পেশ করবে সিবিআই। আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতির রিপোর্টও পেশ করা হতে পারে। একই দুর্নীতি মামলায় ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ভেন্ডার বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপের প্রাক্তন দেহরক্ষী আফসার আলি খানকেও আজ আদালতে পেশ করার কথা। এঁরা প্রত্যেকেই এই মামলায় জেল হেফাজতে রয়েছেন।

গত ৪ অক্টোবর ধৃত আশিস পাণ্ডেকে দফায় দফায় জেরা করে প্রাথমিক ভাবে তদন্তকারীরা নিশ্চিত, সন্দীপের মদতেই হাসপাতালের প্রশাসনিক বিষয়ে নাক গলাতেন আশিস। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির সঙ্গে তাঁর যোগ রয়েছে। তদন্তে নেমে আরজি করের তিনটি আলমারি থেকে নথি বাজেয়াপ্ত করে সিবিআই। স্বাস্থ্য ভবন থেকেও বেশ কিছু নথি তলব করা হয়েছিল। আরজি কর হাসপাতালের সঙ্গে যুক্ত কয়েকজনের বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারীরা। তাঁদের সন্দেহ, শুধু আশিস নন, থ্রেট সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আরও অনেকেই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত।

RG Kar Incident: সিবিআইয়ের নজরে সন্দীপ ও আশিসের আর্থিক লেনদেন

সিবিআই সূত্রের দাবি, সন্দীপের ঘনিষ্ঠ ভেন্ডার বিপ্লব সিংহ এবং সুমন হাজরার সঙ্গেও আশিসের মোবাইলে কথা হতো। টাকার লেনদেনের যে তথ্য ইতিমধ্যে উঠে এসেছে, তাতে এই দু’জনের সঙ্গে আশিসের যোগসূত্র মিলেছে। আরজি করের হাউস স্টাফ হিসেবে এবং ওই হাসপাতালের টিএমসিপি ইউনিটের সভাপতি পদকে ব্যবহার করে আশিস কী ভাবে মেডিক্যাল সরঞ্জাম কেনাবেচায় জালিয়াতি করতেন, সেটা নিয়ে আরও তথ্য পেতে চাইছে সিবিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *