North Bengal Medical College,’লবিবাজি’র দায় সবার কেন, প্রশ্ন উত্তরবঙ্গের প্রাক্তনীদের – north bengal medical college former students questions about lobbying allegations


এই সময়: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই ন্যায় বিচারের দাবিতে সরব চিকিৎসক মহল। বিশেষ করে সরকারি হাসপাতাল ক্যাম্পাস ও হস্টেলে থ্রেট কালচার দূর করার দাবিকে সামনে রেখে স্বাস্থ্য প্রশাসন ব্যবস্থার নানা দুর্নীতি নিয়ে লাগাতার প্রশ্ন তুলে চলেছেন জুনিয়র ডাক্তাররা। আর অধিকাংশ অভিযোগের তিরই তথাকথিত ‘উত্তরবঙ্গ লবি’র দিকে। ফলে এই শব্দবন্ধ এখন আমজনতারও মুখে মুখে ঘুরছে।কিন্তু সেই উত্তরবঙ্গ লবির দুর্নামের ভাগীদার হতে নারাজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রাক্তনীরা। প্রতিবাদ জানিয়ে এ বার সাংবাদিক বৈঠক করে সে কথা জানাল নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনের বক্তব্য, উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে এমবিবিএস পাশ করা মানেই যে কেউ উত্তরবঙ্গ লবির অংশ, সে কথা যেন মানুষ মনে না করেন, তা সবারই মাথায় রাখা উচিত।

থ্রেট কালচার রামপুরহাট মেডিক্যালে: তদন্ত কমিটি

কারণ, এই লবির দৌরাত্ম্য ২০১৬ থেকে। আর প্রাক্তনী সংসদ তৈরি হয়েছে তার অনেক আগে। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, অযাচিত এই বদনাম ঘোচাতে তাঁরা লাগাতার প্রচার চালাবেন নানা মাধ্যমে। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের বর্তমান আন্দোলনকেও আরও জোর গলায় সমর্থন করবেন, যাতে তথাকথিত ‘উত্তরবঙ্গ লবি’র ক্ষমতা পুরোপুরি খর্ব হয় এবং স্বাস্থ্য প্রশাসন হয় দুর্নীতিমুক্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *