Sealdah Train Time Table,সোনারপুরে রেল অবরোধ, শিয়ালদহ দক্ষিণের একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত – rail blockade near sonarpur station creates problem for passengers during durga puja


ষষ্ঠীর সকালে লোকাল ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। শিয়ালদহ-দক্ষিণ শাখায় সোনারপুর স্টেশনে রেল অবরোধ যাত্রীদের। সোনারপুর দক্ষিণ শাখায় রেল পরিষেবা ব্যাহত। অবরোধের কারণে সোনারপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা এবং লক্ষ্মীকান্তপুরমুখী ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রায় এক ঘণ্টা ধরে রেল পরিষেবা ব্যাহত হওয়ার পর বেলা ১১টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।নিত্যযাত্রীদের অভিযোগ, বুধবার সকালে কোনও আগাম ঘোষণা ছাড়াই একটি সোনারপুর লোকাল বাতিল করে দেওয়া হয়। তার ফলে সমস্যার মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। ট্রেন বাতিলের প্রতিবাদে সোনারপুর স্টেশনে রেল অবরোধ শুরু করেন যাত্রীরা।

অবরোধের জেরে একাধিক শাখায় ট্রেন বন্ধ ছিল। বিভিন্ন স্টেশনে পরপর দাঁড়িয়ে পড়ে ট্রেন। নাকাল হন নিত্যযাত্রীরা। ষষ্ঠীর দিন সকালেই নিত্যযাত্রী থেকে শুরু করে পুজোর দর্শনার্থীদের সমস্যায় পড়তে হয়। ঘটনাস্থলে হাজির হন রেলের আধিকারিকরা। যাত্রীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা হয়। রেলের আধিকারিকদের সঙ্গে ছিল আরপিএফ এবং রেল পুলিশও। এক ঘণ্টা পরে বেলা ১১টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *