প্রদ্যুত্ দাস: বাংলাদেশে চলা লাগাতার হুমকি, তোলা আদায় ও অত্যাচার সইতে না পেরে ভারতে অনুপ্রবেশ করেও শেষ রক্ষা হল না। অনুপ্রবেশকারী এক দম্পতি ও তাদের সন্তানকে গ্রেফতার করে আদালতে পাঠাল ময়নাগুড়ি থানার পুলিস। তোলা দিতে না পারলে বউকে তুলে নিয়ে যাওয়া হবে এমনটাই হুমকি দেওয়া হত তাদের। এমনই দাবি ওই দম্পত্তির।
আরও পড়ুন-বন্যায় ডুবেছে রাস্তা, রেললাইন ধরে হাঁটতে গিয়ে…মর্মান্তিক পরিণতি ৩ জনের…
বাংলাদেশের নিলফামারীর জেলার বাসিন্দা মহেন্দ্র তন্ত্র পেশায় দিনমজুর। বাড়িতে তার রয়েছে স্ত্রী ও বছর চারেকের পুত্র সন্তান। মহেন্দ্রর অভিযোগ, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তাদের উপর চরম অত্যচার নেমে এসেছে। বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তাদের কাজে নেওয়া হচ্ছে না। একইসঙ্গে তাদের কাছ থেকে তোলা আদায় করা হচ্ছে, চলছে জুলুমবাজি। সম্প্রতি গ্রামের মুরুব্বি মাতব্বরেরা টাকা দিতে না পারলে বৌকে তুলে নিয়ে যাওয়া হবে বলে ফতেয়া দিয়েছে। এই অবস্থায় নিজের স্ত্রীর সম্ভ্রম বাঁচতে বুধবার দালাল মারফৎ ভারতে অনুপ্রবেশ করলে তাঁদের ময়নাগুড়ি থানার পুলিস গ্রেফতার করে। ধৃতদের নাম মহেন্দ্র তন্ত্র, আদুরি রানী রায়, দীপ্ত চন্দ্র রায়।
আদুরি রানী রায় বলেন বাংলাদেশের অবস্থা খুব খারাপ। ৩ মাস ধরে হিন্দুদের কাজে নেওয়া হচ্ছে না। তার সঙ্গে জরিমানা। আর বলা হয়েছে জরিমানা না দিলে স্ত্রী কে তুলে নিয়ে যাবে।
মহেন্দ্র তন্ত্র বলেন, আমরা ভীষণ ভাবে অত্যাচারিত। তাই বউয়ের ইজ্জত ও প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলাম। এখানে আমার দাদার বাড়ি আছে। সেখানে থাকব বলে। কিন্তু পুলিস গ্রেফতার করল।
ময়নাগুড়ি পুলিস সূত্রে খবর, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ধৃত ৩ বাংলাদেশির ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী প্রদীপ চ্যাটার্জী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)