প্রদ্যুত্ দাস: ফিল্মি কায়দায় ভাইয়ের বৌকে নিয়ে পগার পার ভাসুর। ভোরের আলো ওঠার আগে ভাসুরের সঙ্গে পালিয়ে গেল গৃহবধূ। বুধবার ভোর নাগাদ ভাসুরের বাইকে চেপে পালিয়ে যায় ওই গৃহবধূ। এদিকে মাঠে গরু বাঁচতে গিয়ে হঠাৎই বাড়ির বৌমাকে পালিয়ে যেতে দেখে বাইকের পিছনে ছোটেন শাশুড়ি। ঘটনায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।
আরও পড়ুন-নিষেধাজ্ঞা উঠে গেল রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ থেকে! এবার যে কোনও ভারতীয় বইটি নির্দ্বিধায়…
গৃহবধুর শাশুড়ি জানায় আমার স্বামী ও ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে কাজে গিয়েছে, বাড়িতে বৌমা ও এক বছরের নাতনিকে নিয়ে থাকতাম আমি, বৌমা সারাদিন মোবাইলে আসক্ত থাকতো, যার সাথে পালিয়েছে সে সম্পর্কে ভাসুর। আমাদের বাড়িতে যাতায়াত ছিল তার, তারও বাড়িতে এক সন্তান রয়েছে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে সে। আমার বৌমার সঙ্গে তার সম্পর্ক রয়েছে এই নিয়ে এর আগেও সালিশি সভা বসেছিল বাড়িতে। আমরা জানি এখন আর তাদের মধ্যে সম্পর্ক নেই, কিন্তু ভোর নাগাদ আমি গোরু নিয়ে মাঠে গিয়েছি এদিকে বাড়ি এসে দেখি বৌমাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পিছনে অনেক ডাকাডাকি করি, তবুও তারা শুনেনি, কোলের সন্তান কে নিয়ে বৌমাকে নিয়ে পালিয়ে যায় ভাসুর। আমরা ঘটনায় ধুপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছি। আমরা চাই আমাদের শুধু শিশুটাকে দিয়ে যাক ওরা।
গৃহবধূর শাশুড়ি আরও বলেন, সকালে গোরু বাঁধতে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি বৌমা নেই। পরে সন্ধে বেলায় থানায় ডাইরি করি। ওরা বাইকে চড়ে চলে যাচ্ছিল। আমি পেছনে দৌড়েছিলাম। ধরতে পারিনি। যার সঙ্গে পালিয়েছে সে ভাসুর হয়। কথাবার্তা বলে। যার সঙ্গে বৌমা পালিয়েছে তার বড় ছেলে আছে বউকে ডিভোর্স করেছে। ওদের সম্পর্কে নিয়ে একবার সালিসি সভা হয়েছিল। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তা হয়নি। সারাদিন ফোন নিয়ে ব্যাস্ত থাকতো বৌমা। ছেলে বাবার সঙ্গে বাইরে কাজ করতে গিয়েছে। বাড়িতে কোনও ঝামেলা ছিল না। সম্পর্কে কারণেই এই ঘটনা। অতটা গুরুত্ব দিইনি। এক বছর পাঁচ মাসের একটি বাচ্চা আছে। বাচ্চাটিকে নিয়ে নিয়ে গিয়েছে বৌমা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)