Kolkata Arms Recover: শিয়ালদহে উদ্ধার বিপুল অস্ত্র-কার্তুজ, এসটিএফের জালে রাজাবাজারের বাসিন্দা!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাস কলকাতায় উদ্ধার বিপুল অস্ত্র। কলকাতার বৈঠকখানা বাজারে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল ৫টি বন্দুক ও ৯০ রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহের বৈঠকখানা রোডে এক ব্যক্তিকে ঘিরে ধরে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে ওই বিপুল অস্ত্রভান্ডার। মনে করা হচ্ছে ধৃত ব্যক্তি রাজাবাজার এলাকার বাসিন্দা।

আরও পড়ুন-পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকে যাচ্ছে ‘অন্যের’ অ্যাকাউন্টে, মালদহে গায়ের ১৫ লক্ষ

শিয়ালদহের ব্যাস্ত বৈঠকখানা বাজার ও সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে একটি জায়গায় ওই ব্যক্তিকে আটক করে এসটিএফ। কোনও এক ব্যক্তিকে ওইসব অস্ত্র বিক্রি করার পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিস সূত্রে খবর। কার কাছে ওইসব অস্ত্র বিক্রি করার ছক ছিল তা এখনও জানা যায়নি। ওইসব অস্ত্র দেশি নাকি বিদেশি তা জানা যায়নি। একটি বাক্সে ভরে ওইসব অস্ত্র নিয়ে আসা হয়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এসটিএফ তাকে আটক করে।

ওই অস্ত্র পাওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এলাকার এক মহিলা বলেন, খুবই আতঙ্কের বিষয়। এই এলাকাটি অত্যন্ত জনবহুল, বহু মানুষ যাতায়াত করেন। পাশেই আমার বাড়ি। পাশেই সুরেন্দ্রনাথ কলেজ। কিছু করার একটা ছক ছিল। আটক ব্যক্তি বাঙালি নয় বলেই মনে হয়। এত রাউন্ড কার্তুজ কেন এনেছিলেন ওই ব্যক্তি, সেটা বের করতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *