টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা! গ্রেফতার বিজেপির রাজ্য সম্পাদক… BJP leader arrested on fraud charge in East Midnapore


কিরণ মান্না: টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার ‘প্রতারণা’! খোদ শুভেন্দুর অধিকারীর জেলাতেই এবার গ্রেফতার বিজেপির রাজ্য সম্পাদক। রেহাই পেলেন স্ত্রীও। শোরগোল রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন:  Siliguri: সহযাত্রীর কথায় ভুলেছিলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সর্বস্ব হারালেন ২ বাংলাদেশি পর্যটক

ঘটনাটি ঠিক কী? একসময়ে পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন নবারুণ নায়েক। এখন বিজেপির রাজ্য সম্পাদক তিনি। স্ত্রীর তনুশ্রীও বিজেপি নেত্রী। আজ, মঙ্গলবার সন্ধ্যায় দু’জনকেই গ্রেফতার করল তমলুক থানার পুলিস।

পুলিস সূত্রে খবর, অসমে কম্বল সরবরাহের টেন্ডার বেরিয়েছিল। অভিযোগ, সেই টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিশ্বজিত্‍ দত্ত  নামে এক ঠিকাদারের কাছ থেকে ধাপে ধাপে ১ কোটি ৬৯ লক্ষ টাকা কমিশন নিয়েছেন নবারুণ। এরপর ওই ঠিকাদারকে অসমে যান তিনি। তখন সঙ্গে ছিলেন অভিযুক্ত বিজেপির নেতার স্ত্রীও। সেখানে ওই ঠিকাদারের হাতে টেন্ডার সংক্রান্ত নথিও দেওয়া হয়।

আরও পড়ুন:  Gangasagar Kapil Muni Ashram: ভয়াবহ! বঙ্গোপসাগর ধীরে ধীরে গিলে খাচ্ছে কপিলমুনির আশ্রম! কী হবে সাগরদ্বীপের?

এদিকে পরে ওই ঠিকাদার জানতে পারেন যে, টেন্ডার সংক্রান্ত যে নথি তাঁকে দেওয়া হয়েছে, তা জাল। বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করলে, তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। তারপর শুরু হয় দুর্ব্যবহার! শেষপর্যন্ত তমলুক থানায় নবারুণ, তাঁর স্ত্রী-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার। চলতি মাসের প্রথম সপ্তাহে মামলা রুজু করে তদন্তে নামে পুলিস। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *