জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিশানায় এক ছাপোষা গৃহবধূ। ‘৫ দিনের মধ্য়ে তুলে নিয়ে নিয়ে গণধর্ষণ করা হবে’! রাতের অন্ধকারে এবার হুমকি-চিঠি লাগিয়ে দিয়ে গেল দুষ্কৃতীরা! আতঙ্কে পুলিসের দ্বারস্থ ওই গৃহবধূ ও তাঁর পরিবারের লোকেরা। উত্তর ২৪ পরগনার হাবড়া ঘটনা।
আরও পড়ুন: Farakka Incident: ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ-খুনেও ফাঁসির সাজা! যাবজ্জীবন অপরজনকে…
পুলিস সূত্রে খবর, হাবড়ার বিক্রমপুর এলাকায় থাকেন ওই গৃহবধূ। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় নাকি গণধর্ষণের হুমকি দিয়ে চিঠি এসেছে তাঁর বাড়িতে! ওই গৃহববধু বলেন, ‘আমি ঘরে একা ছিলাম। সন্ধ্যাবেলা দরজা দিয়ে শুয়ে ছিলাম। বাইরে থেকে একটি চিঠি লিখে দরজার সঙ্গে লাগিয়ে দিয়ে গিয়েছে। খালি মদের বোতল দিয়ে গিয়েছে। চিঠিতে আমাকে হুমকি দিয়েছে যে, তাঁরা ধর্ষণকারী, পনেরো জন আছে। ১ সপ্তাহের মধ্যে আমাকে ১৫ জন মিলে ধর্ষণ করবে’।
ওই গৃহবধূর কথায়, ‘কে বা কারা আমি জানি না। আমি কাউকে সন্দেহ করছি না। আতঙ্কে ভয়ে থানায় এসেছি। কোনও শক্রতা আমার কারও সঙ্গে নেই’। ওই গৃহবধূর ছেলে বলেন, আমাদের বাড়িতে একটা হুমকি চিঠি এসেছে। আমার মা শোয়া ছিল। আমাদের দরজায় একটা চিঠি আটকে দিয়ে, মদের বোতল রেখে দিয়ে গিয়েছে। মা-কে ধর্ষণ করার কথা বলেছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আজিতা বাংলাদেশ বলে একটা নাম উল্লেখ করা হয়েছে’।
ঠিক কী কারণে এই চিঠি? কে বা কারা লিখেছেন? কেনই-বা বাংলাদেশে কথার উল্লেখ? তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)