সীমান্তে বড়বড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল BSF-র! ২৪ জন বাংলাদেশিকে… BSF stops infiltration attempt at Indo-Bangla border in Souit Bengal


পিয়ালী মিত্র :  ২৪ বাংলাদেশি, সঙ্গে আবার ২ রোহিঙ্গাও! সীমান্ত পেরিয়ে এ রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল বিএসএফ। অন্য একটি অভিযানে উদ্ধার হল ফেনসিডিল, জাল ওষুধ ও গোরু। 

আরও পড়ুন:  IIT Kharagpur: ছেলেকে দেখতে সকালেই খড়গপুর আইআইটির হস্টেলে পৌঁছে গিয়েছিলেন, দরজা খুলতেই বাকরুদ্ধ বাবা-মা

ঘটনাটি ঠিক কী? ভারত-বাংলাদেশে সীমান্তের একটি বড় অংশই পশ্চিমবঙ্গে। উত্তর ২৪ পরগনায় স্থলসীমা ১৫০ কিমি, আর নদিয়ায় ২১৬ কিমি। বিএসএফ সূত্রে  খবর, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় বিভিন্ন জায়গায় সীমান্ত পেরিয়ে ২২ জন বাংলাদেশি ও ২ রোহিঙ্গার অনুপ্রবেশের চেষ্টা ব্য়র্থ করে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। বানচাল হয়ে দিয়েছে সীমান্তে এপারে ফেনসিডিল, জাল ওষুধ পাচারের পরিকল্পনাও। পাচারকারীদের কাছে ৮ গোরুও বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

জানা দিয়েছ, গোপন সূত্রে খবর ছিলই। গতকাল, শনিবার স্থানীয় খালি আউটপোস্টের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত জওয়ান। নদীর বাঁধের দিকে দ্রুত ভারতীয় ভূ-খণ্ডের আসছিল সে।  মাথায় ছিল একটি পলিথিনের ব্য়াগ। এরপর জওয়ানরা যখন আটকান, তখন ভয়ে মাথার ব্যাগ দিকে পালিয়ে যান ওই ব্যক্তি।

এদিকে ততক্ষণে নদীপথে ওই জায়গায় পৌঁছে দিয়েছে বিএসএফের টহলদারি বোট। আশেপাশে এলাকায় তল্লাশি চালিয়ে ব্যাগটির হদিশ মেলে। ব্যাগে দুটি বিপুল পরিমাণে জাল ওষুধ পাওয়া যায়। নদিয়াতে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে ২০ জন বাংলাদেশী ও ২ রোহিঙ্গা। কিন্তু তাঁদেরকে ধরে ফেলে বিএসএফ এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বেশিরভাগই মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে শ্রমিকের কাজ করতে যাচ্ছিল। 

চুপ করে বসে নেই বাংলাদেশ। সীমান্তে বিএসএফের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জশিমউদ্দিন। আজ, রবিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায়  ভারতের হাইকমিশনার প্রণয় বর্মার সঙ্গে বৈঠক করেন তিনি। ভারতকে সীমান্তের ‘উত্তেজনা সৃষ্টিকারী’ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

আরও পড়ুন: Road Accident: গর্ভবতী স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন স্বামী, ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক পরিনতি যুবকের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *