ঘুটঘুটে অন্ধকার রাস্তা, বাম্পার নেই! বেপরোয়া ট্রাক পিষে দিল শ্রমিককে…| One dead of reckless trucks at night in sonarpur


তথাগত চক্রবর্তী: রাতে বেপরোয়া ট্রাকের বলি এক। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বোড়ালের সরল দীঘিতে। খবর পেয়ে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিস পৌঁছালে এলাকায় উত্তেজনা। পুলিসকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রাতে নজরদারির অভাবেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায় উত্তেজিত বাসিন্দারা। বিশাল পরিমাণ পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত হলেই বেপরোয়া গাড়ির দাপট বাড়ে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। ইতোমধ্যেই ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। ঘটনায় চালক ও খালাসি আটক।

স্থানীয় একটি কেক কারখানার শ্রমিক জয়দেব পাল (৫৪)। এই এলাকারই ভট্টাচার্য পাড়ায় তাঁর বাড়ি। রাতের কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এলাকার বাসিন্দাদের অভিযোগ ছাড়া রাত ধরে বেপরোয়াভাবে গাড়ি চলাচল হয়। এছাড়া রাস্তায় কোনও আলোর ব্যবস্থা নেই। 

আরও পড়ুন:Terrific Blast: ভয়ংকর বিস্ফোরণ! পেট্রোল ট্যাঙ্কার উল্টে মৃত কমপক্ষে ৭০, মৃত্যুমিছিলে হাহাকার…

সিসিটিভি থাকলেও তা কাজ করছে না। দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। এরই সুযোগ নিয়ে এলাকায় অসামাজিক কার্যকলাপ বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে রাতে ঘটনা চলে আসেন স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ দাস। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। রাস্তায় বাম্পার ও আলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *