জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হেনস্থা’। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য়। ওয়াই ক্যাটাগরি থেকে এবার জেড ক্যাটাগরি।
ঘটনার সূত্রপাত গত শনিবার। সেদিন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বৈঠক ছিল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে। সেই বৈঠক শেষে যখন বেরোচ্ছিলেন, তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্য়রা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, একসময়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চাকা খুলে নেন বিক্ষোভকারীরা! ভাঙচুর চলে গাড়িতে। যাদবপুর কাণ্ডে এখন তোলপাড় গোটা রাজ্য।
এদিকে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ হয়ে পড়েছেন। আজ, বুধবার তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। উপাচার্যকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাঁকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি ওনাকে দেখতে এসেছিলাম। ডাক্তার নিজেই বললেন, কোনওরকম মানসিক চাপ নেওয়া যাবে না। স্ট্রোক হয়ে গিয়েছে। হার্টের অবস্থা ভালো নয়। আমি সবপক্ষকে অনুরোধ করব, উপাচার্যের জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তাঁর সঙ্গে করা হয়’।
যাদবপুরের পড়ুয়ারা অবশ্য নিজেদের দাবি অনড়। তাঁদের দাবি, ক্য়াম্পাসে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে উপাচার্যকে। ডেডলাইন ছিল আজ বুধবার বিকেল চারটে পর্যন্ত। শিক্ষামন্ত্রী বলেন. ‘এটা কি তাঁদের বাড়ির লোকেদের ক্ষেত্রে, তাঁদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণাপন্ন অবস্থায় থাকত, সেই অবস্থায় যদি ICU বেড থেকে উঠে গিয়ে মিটিং করতে হয়, এটা দাবি হয়ে থাকে, তাহলে ভেবে দেখুন, কী পরিমাণ অসহিষ্ণুতা, অমানবিকতা জন্ম, ভিতরে প্রায় মুক্তাঞ্চলের মতো হয়ে আছে’।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)