Lover got beaten up: পরকীয়ার টানে বিবাহিত প্রেয়সীর বাথরুমে যুবক! রাতভর সেখানেই… তারপর…


 প্রদ্যুত দাস: ফেসবুকে আলাপ, তারপর প্রেম—এখন অনেক সম্পর্কই শুরু হয় এভাবেই। তবে এবার সেই প্রেমই রূপ নিল জলপাইগুড়ির এক চাঞ্চল্যকর ঘটনায়। প্রেমিকার টানে কোচবিহার থেকে ধূপগুড়ি আসে প্রেমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক বিবাহিত গৃহবধূর সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল কোচবিহারের ওই যুবকের। ধীরে ধীরে তৈরি হয় প্রেমের সম্পর্ক, তাদের প্রায় ৩-৪ বছরের সম্পর্ক বলেই জানান গৃহবধূ। গত দুর্গাপুজোতেও প্রেমিক, প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিল। তবে এবার হাটে হাঁড়ি ভাঙল। 

আরও পড়ুন-  বায়নাবাজ প্রেমিকা! বিরক্ত প্রেমিক ব্রেকাপের পরই ৩০০ গিফট পাঠালেন ঠিকানায়, তবে…

গৃহবধূর শ্বশুর ওই যুবককে বাড়িতে দেখে ফেলার পর তাকে চলে যেতে বলেন। কিন্তু প্রেমিক সকলের অজান্তে সারা রাত লুকিয়ে থাকেন গৃহবধূর বাড়ির বাথরুমে। সকালে সেই দৃশ্য চোখে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায়। উত্তেজিত স্থানীয়রা ওই যুবককে ধরে মারধর করে। বাড়ির বাথরুমে রাত কাটাতে গিয়েই ধরা পড়ে গেল হতভাগ্য যুবক। ঘটনাটি ঘটেছে ডাউকিমারী পুলিশ ফাঁড়ির অন্তর্গত পূর্ব ডাউকিমারী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারী পুলিশ ফাঁড়ির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেমিক যুবক ও গৃহবধূকে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- কাস্তে-হাতুড়ি থেকে ঘাসফুল-রাজনীতির বর্ণময় চরিত্র ‘চাষার ব্যাটা’ রেজ্জাক মোল্লা

ঘটনা প্রসঙ্গে গৃহবধূ ও তাঁর মা মুখ খুললেও, প্রেমিক যুবক এই বিষয়ে মুখ খোলেননি। অন্যদিকে, গৃহবধূর স্বামী এই বিষয়ে কিছু বলতে রাজি হননি। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে, তেমনই এক মুহূর্তে তা রূপ নেয় অস্বস্তিকর ঘটনায়—এই ঘটনাই যেন তারই বাস্তব প্রমাণ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *