জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পতঞ্জলির গবেষণা বিশ্বখ্যাত Taylor & Francis প্রকাশনার গবেষণা জার্নাল Journal of Inflammation Research-এ প্রকাশিত। এখন রোগ নিরাময়ের আয়ুর্বেদিক সমাধান পসোরিয়াসিসের চিকিৎসা সম্ভব।

আরও পড়ুন: Patanjali’s Rose Sharbat: পতঞ্জলির গোলাপ শরবত লাভের জন্য নয়, সেবার জন্য তৈরি…

পসোরোগ্রিট ট্যাবলেট এবং দিভ্য তেল হলো পসোরিয়াসিসের নির্ভুল চিকিৎসা: আচার্য বালকৃষ্ণ

হরিদ্বার, ২০ এপ্রিল। পতঞ্জলির একটি গুরুত্বপূর্ণ গবেষণা বিশ্বখ্যাত Taylor & Francis প্রকাশনার গবেষণা জার্নাল Journal of Inflammation Research-এ প্রকাশিত হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, পতঞ্জলি পসোরিয়াসিস চিকিৎসায় সফল হয়েছে পসোরোগ্রিট ট্যাবলেট এবং দিভ্য-তেল ব্যবহার করে।

এই উপলক্ষে আচার্য বালকৃষ্ণ বলেছেন, পতঞ্জলির বিজ্ঞানীরা নানা গবেষণা করেছেন এবং পসোরিয়াসিসের জন্য পসোরোগ্রিট ট্যাবলেট এবং দিভ্য তেল উদ্ভাবন করেছেন, যা পসোরিয়াসিসের নির্ভুল চিকিৎসা। পসোরিয়াসিস হলো একটি দীর্ঘমেয়াদি রোগ, যা ত্বকে চকচকে, সিলভার মতো শেলের সৃষ্টি করে এবং লাল দাগ পড়ে, সাধারণত তীব্র চুলকানির সঙ্গে।

এমনকি অ্যালোপ্যাথিক চিকিৎসাগুলি সাধারণত উপসর্গগুলোকে দমন করে এবং প্রায়ই নেতিবাচক প্রভাব ফেলে।

অ্যালোপ্যাথিক চিকিৎসায় এই রোগের কেবল লক্ষণগুলো কমানো হয়, এবং এই চিকিৎসার কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। সোয়ায়াসিস একটি গুরুতর অটোইমিউন রোগ, যা রোগীকে সহ্য করা অত্যন্ত কঠিন করে তোলে। এর আগে এর কোনো স্থায়ী চিকিৎসা ছিল না, তবে আজ পতঞ্জলি প্রমাণ করেছে যে প্রাকৃতিক ঔষধের মাধ্যমে সোয়ায়াসিসের মতো লাইলাজ রোগও সারানো সম্ভব।

আরও পড়ুন: Patanjali’s Rose Sharbat: স্বাদ, স্বাস্থ্য আর দেশপ্রেমের এক অসাধারণ মিশ্রণ পতঞ্জলির গুলাব শরবত…

পসোরিয়াসিস একটি গুরুতর অটোইমিউন রোগ, যেখানে রোগীকে সহ্যযোগ্য সমস্যা মোকাবেলা করতে হয়। এখন পর্যন্ত এর কোনো স্থায়ী চিকিৎসা ছিল না। আজ পতঞ্জলি প্রমাণ করেছে যে এমন একটি রোগ, যা অপরামান্য মনে করা হতো, সেই পসোরিয়াসিসও প্রাকৃতিক হার্বসের মাধ্যমে নিরাময় সম্ভব। পতঞ্জলির বিজ্ঞানীরা পসোরোগ্রিট ট্যাবলেট দুটি আলাদা প্রিক্লিনিক্যাল মডেল, ইমিকিমড এবং টি.পি.এ (টেট্রাডেকানোহাইড্রোডাইক্রিপ্টেন) দ্বারা উদ্দীপিত পসোরিয়াসিসের মাউসের ওপর প্রয়োগ করেছেন এবং ত্বকে দিভ্য-তেল ব্যবহার করেছেন, এবং এর ফলাফল ইতিবাচক হয়েছে।
[এই প্রতিবেদনটি IndiaDotCom Pvt Lt-এর কনজিউমার কানেক্টেড একটি উদ্যোগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল সম্পাদকীয় বিভাগ প্রতিবেদনের বক্তব্যের জন্য দায়বদ্ধ না।]

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version