সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, জমি অধিগ্রহণ মামলায় এবার… Supreme Court orders West Bengal govt to provide compensation for Acquisition of land in Birbhum Sainthiai


অর্ণবাংশু নিয়োগী:  তিন দশকেরও বেশি সময় ধরে চলল আইনি ল়ড়াই। জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় শেষপর্যন্ত জিতল পুরসভাই। রাজ্য সরকারকে ১০ কোটি ৫৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: Calcutta High Court:দাদু-দিদার সঙ্গে নাতি-নাতনির দেখা করা কখনোই ক্ষতিকর হতে পারে না: হাইকোর্ট

১৯৮৬ সালে বীরভূমের সাঁইথিয়ায় কমিউনিটি হল শিশুদের পার্ক তৈরির জন্য় জমি অধিগ্রহণ করেছিল পুরসভা। খরচ হয়েছিল প্রায় ৮৩ লক্ষ টাকা। সাইথিঁয়ায় পার্ক তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়। কিন্তু জমিদাতা ক্ষতিপূরণ দেবে কে? সংঘাত বাধে রাজ্য ও পুরসভা।  প্রথমে হাইকোর্ট, তারপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে সেই মামলা নিষ্পত্তি হল। সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। কবে? বুধবার।

সাঁইথিয়া পুরসভার আইনজীবী আশীষ চৌধুরী বলেন, ‘ মামলাটি দীর্ঘদিন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট শুনানি হয়েছে। যখন জমিটি অধিগ্রহণ হয় সেই সময় পৌরসভা অধিগ্রহণ বাবদ যা ক্ষতিপূরণ সেটা দিয়ে দিয়েছিল। তাহলে এখন কেন পুরসভা আবার নতুন করে টাকা দেবে। সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য গ্রাহ্য হয়। শেষমেষ সুপ্রিম কোর্ট রাজ্যকেই সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বলে’। পুরসভার দাবি,  এই কমিউনিটি হল যাবতীয় কিছু একটা প্রেস্টিজের ব্যাপার। যদি এটা কোন ভাবে প্রাইভেট পার্টি অর্থাৎ জমির মালিকানা গনকে হস্তান্তর করতে হতো তাহলে স্থানীয়ভাবে সমস্যায় পড়তে হত পুরসভাকে। সাধারণ মানুষ যাদের ব্যবহার করতে পারে সেই জন্যই একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল পুরসভাকে।

আরও পড়ুন:   Jalpaiguri Crime: পরনারীর সঙ্গে শরীরী প্রেমে স্বামী! প্রতিবাদ করতেই স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *