মাথায় হেলমেট নেই! প্রেমিকের কাছে স্কুটি চালানো শিখতে গিয়ে ছিটকে পড়ে শেষ তরুণী… Woman dies in accident while learning scooty driving in Rajrahat


নান্টু হাজরা:  কারও মাথাতেই হেলমেট ছিল না! স্কুটি চালানো শিখতে গিয়ে বেঘোরে প্রাণ গেল তরুণীর। গুরুতর আহত তাঁর সঙ্গী যুবকও। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজারহাটে।

আরও পড়ুন:  Kolkata Shocker: মোবাইল চুরির অভিযোগে কিশোরের উপরে ভয়ংকর অত্যাচার, পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে মারধর-ইলেকট্রিক শক

পুলিস সূত্রে খবর, মৃত তরুণীর নাম  পূজা সাহা। বাড়ি, বিধাননগর পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের সলুয়ার। তার সঙ্গে ছিলেন ‘বিশেষ বন্ধু’  শুভঙ্কর ভৌমিক। নারায়াণপুর থানা এলাকার সুকান্তপল্লিতে। রবিবার রাতে সলুয়ার বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়েছিল পুজা। এরপর নিউটাউনের রাস্তায় চলছিল ট্রেনিং। পুজোকে স্কুটি চালানো শেখাচ্ছিলেন শুভঙ্কর। 

ঘড়িতে তখন ৯টে ৪৫ মিনিট। প্রশিক্ষণ শেষে রাজারহাটের রেকজোয়ানি-মাঝেরআইট এলাকার ফাঁকা রাস্তা নিজেই স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিল পুজা। পিছনে বসেছিল শুভঙ্কর। হঠাত্‍ হাত কেঁপে যায় পুজার। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে রাস্তার পাশে খোলা মাঠে পড়ে যান দু’জনেই। এরপর রক্তাক্ত অবস্থায় ওউ তরুণী ও তাঁর বিশেষ বন্ধুকে উদ্ধার করে কাছেই একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। শেষে শারীরিক অবস্থার অবনতি হলে, পুজাকে স্থানান্তরিত করা হয় চিনার পার্কে একটি নার্সিংহোমে। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতেই মৃত্যু হয় ওই তরুণী।

পুলিস জানিয়েছে, পুজা ও শুভঙ্করের মাথায় হেলমেট ছিল না। তারই অভিঘাতে তরুণী মাথা সহ শরীরের একাধিক অংশে মারাত্মকভাবে চোট লেগেছিল৷  একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা করেছে পুলিস।

আরও পড়ুন:  First Covid-19 death in Kolkata: উদ্বেগ বাড়িয়ে করোনায় প্রথম মৃত্যু কলকাতায়! স্বাস্থ্য সচিব বললেন ‘আতঙ্কিত হওয়ার…’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *