John Barla: দুপুরবেলা বিকট শব্দ! প্রাক্তন সাংসদের বাড়িতে আগুন, এলাকায় চাঞ্চল্য…


প্রদ্য়ুত্‍ দাস: জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে শনিবার দুপুরে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার (John Barla) কাঠের বাড়িতে। অল্পের জন্য রক্ষা পায় বর্তমান পাকা বা বড় বাড়ি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা। দমকল আসতে কিছুটা সময় লাগলেও স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জন বারলা। 

আরও পড়ুন, Anubrata Mandal Vs Kajal Sheikh: কোর কমিটির বৈঠকে মধ্যমণি সেই অনুব্রতই, কাজলের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বড় সিদ্ধান্ত…

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরবেলা একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে বাড়ির কাঠের অংশে আগুন লেগে যায়। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষজন তৎপরতার সঙ্গে ছুটে আসেন এবং জল ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এলেও ঘরের একটি বড় অংশ ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীরপাড়া দমকলের একটি ইঞ্জিন। যদিও ততক্ষনে এলাকার বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের উৎস এখনও স্পষ্ট নয়, তবে তদন্ত শুরু হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের সময় জন বারলা বাড়িতে ছিলেন না বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের নজরদারি জারি রয়েছে।

তবে যে ঘরটিতে আগুন লেগেছে সেটি বার্লার পুরনো ঘর। জানা গিয়েছে, তিনি সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যে আগুন লাগে বলে জানা গিয়েছে। জন বারলা বলেন, ‘ঐ পুরোনো ঘরটি সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে। ঐ ঘর থেকেই আমার রাজনীতির হাতেখড়ি। ঘরটি পুড়ে যাওয়ায় মন ভীষণ খারাপ। স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসায় আমার পাশের ঘরে আগুন ছড়িয়ে পরেনি।’

আরও পড়ুন, Bardhaman Fake Passport: বাড়ি ফরিদপুরে, বর্ধমানে জেঠুকে বাবা সাজিয়ে কুয়েতে বাংলাদেশি যুবক, পাসপোর্ট নবীকরণ করতে গিয়েই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *