এক কানে দুল পরে স্কুলে! বকাবকি করতেই শিক্ষাকর্মীকে… ভয়ংকর কাণ্ড.. A non teaching staff attacked by student in Howrah


দেবব্রত ঘোষ: এক কানে দুল পরে স্কুলে। বকাবকি করতেই শিক্ষাকর্মীর উপর রীতিমতো সদলবদলে চড়াও হল দ্বাদশ শ্রেণির পড়ুয়া! রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হল। থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়।

আরও পড়ুন:  Missing in River: জলে নেমে নিখোঁজ! ৪৮ ঘণ্টা পর মিলল দেহ, প্রায় ১০ কিলোমিটার দূরে…

ঘটনার সূত্রপাত্র শুক্রবার। সেদিন এক কানে দুল পরে  টি আর জি আর খেমকা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া স্কুলে এসেছিল বলে অভিযোগ। তখন টিফিন চলছে। ঘটনাটি নজরে পড়ে স্কুলের শিক্ষাকর্মীর জয়দীপ প্রামাণিকে। ওই পড়ুয়াকে বকাবকি করেন তিনি। দুল খুলতে ফেলতেও বলেন। আর তাতেই নাকি ওই ছাত্র ক্ষিপ্ত হয়ে ওঠে। 

শনিবার স্কুল থেকে বাড়ি ফিরছিলেন জয়দীপ। তাঁর দাবি, লিলুয়ার ঝিল রোডে তাঁর উপর সদলবলে চড়াও হন ওই ছাত্র। রাস্তায় ফেলে বাঁশ লাঠি দিয়ে বেধড়র মারধর করা হয়। গুরুতর জখম হন ওই শিক্ষাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। জয়দীপকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

টি আর জি আর খেমকা হাইস্কুলের প্রধান শিক্ষক স্বদেশ কুমার গিরি বলেন, ‘ওই ছাত্রটি স্কুলের শৃঙ্খলা মেনে চলত না।  এমনকি নিয়মিত ইউনিফর্ম পরেও স্কুলে আসত না।  বারবার বললেও সে শুনত না’। স্কুলের এক শিক্ষক বলেন, ‘অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। থানাতেও ডেকে পাঠিয়েছিল’। আজ, সোমবারও অবশ্য যথারীতি স্কুলে আসেন ওই ছাত্রটি। কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। স্কুলে রাখা হবে কিনা, শিক্ষকরা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন বলে খবর।

আরও  পড়ুন:  Siliguri Robbery Case: দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি! লুঠ ১১ কোটির গয়না, পুলিসি হেফাজতে ২…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *