অয়ন ঘোষাল: আবহাওয়ায় উলটপুরাণ। সাধারণত ঘূর্ণাবর্ত থেকে সৃষ্টি হয় নিম্নচাপ। সেই নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। সেটা আরো ঘনীভূত হলে কখনও কখনও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আজ ঠিক এর উল্টোটা হতে চলেছে। ঘূর্ণিঝড় বা টাইফুন, যার নাম উইফা, সেখান থেকে শক্তিশালী মেঘপুঞ্জ চিন সাগর থেকে ছিটকে এসেছে বঙ্গোপসাগরে। যার প্রভাবে আজ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টি শুরু। চলবে সোমবার পর্যন্ত। সব থেকে বেশি বৃষ্টি হবে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলের জেলার কোনো কোনো অংশে আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের।
উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম। কাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ওপরের পাঁচ জেলার দু এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। দু এক জায়গায় দমকা ঝড়ো বাতাস বইবে।
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। আজ ২৪ শে জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা।
চায়না ও ভিয়েতনামের বিধ্বংসী টাইফুন বা সঞ্চিত ঘূর্ণিঝড় উইফা (WIPHA) যার একটা খন্ডিত অংশ গতকাল বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি করেছে। আজ আরো ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হবে আর কয়েক ঘণ্টার মধ্যে।
দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গেছে। সময় গড়ালে বৃষ্টি উত্তরোত্তর বাড়বে। আজ অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবারও নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। কাল অতি ভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান দক্ষিণ ২৪ পরগনা হুগলি বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে।
আরও পড়ুন-‘একটা বাচ্চা ব*লি দিয়ে লিভারটা বের করে আনলেই…’, তান্ত্রিকের কথায় বউকে ফেরাতে ৬ বছরের ভাগ্নেকেই…
আরও পড়ুন- ভুয়ো দূতাবাস!প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি… গ্রেফতার ‘রাষ্ট্রদূত’…
শনি রবিবার উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে।
কাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
উইকেন্ডেও ভারী বৃষ্টি। শনিবার জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।সোমবারেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)