বাসুদেব চট্টোপাধ্য়ায়: টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ ছাত্রী! মেয়ের হোয়াটসঅ্যাপ থেকে মুক্তিপণ চেয়ে মেসেজ আসে বাবার ফোনে! অবশেষে ৮ দিন পর আসানসোলের সালানপুর থেকে অপহৃত ছাত্রী উদ্ধার মহারাষ্ট্রের নাসিক থেকে। ছাত্রীর মোবাইল ট্র্যাক করে উদ্ধার করা হয়েছে ওই ছাত্রীকে।
প্রসঙ্গত গত ১৯ জুলাই শনিবার আসানসোলের সালানপুর থানার বনজেমারি এলাকার বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রী টিউশন যাওয়ার জন্য পড়তে বেরিয়ে তারপর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে ওই ছাত্রীর মোবাইল থেকে মেসেজ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করা হয়। এমনকি ছাত্রীর মোবাইল থেকে পরিবারকে ভিডিয়ো কলও করা হয়েছিল।
পরিবারের অভিযোগের ভিত্তিতে সালানপুর থানার পুলিস অপহরণের মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার আটদিনের মধ্যেই মহারাষ্ট্রের নাসিক থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিস সূত্রে খবর, ওই ছাত্রীকে কোনও অপহরণ করা হয়নি! পুরোটাই নাকি সাজানো ঘটনা! আসলে ঘটনাটি ঠিক কী? কী ঘটেছে? তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিসিপি পশ্চিম সন্দীপ কররা জানান, নাসিক পুলিসের সাহায্যে উদ্ধার করা হয়েছে ওই ছাত্রীকে। আজ শনিবার নাসিক আদালতে পেশ করা হবে ওই ছাত্রীকে। তারপর ট্রানজিট রিমান্ডে আসানসোল নিয়ে আসা হবে।
আরও পড়ুন, Birbhum Shocker: মিলেছে ওড়না! উদ্ধার পচাগলা দে*হ কি নিখোঁজ নাবালিকার? DNA পরীক্ষায়…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)