সুভাশিষ মণ্ডল: উলুবেড়িয়ায় বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিধবা মহিলাকে নিজের ফ্ল্যাট থেকে জোর করে টেনে হিঁচড়ে বার করে হেনস্থার অভিযোগ ৷ পুলিসকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ফ্ল্যাটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে আতঙ্কিত হয়ে বিধবা মহিলা নিজের ফ্ল্যাট ছাড়া।
আরও পড়ুন:Operation Shivshakti: মহাদেবের পর এবার শিবশক্তি! সেনার জোড়াফলায় ফের খতম ২ জঙ্গি…
ঘটনার সূত্রপাত:
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে গাড়ি রাখাকে কেন্দ্র করে। উলুবেড়িয়া থানার সামুইপাড়ায় একটি ফ্ল্যাটে ওই স্বর্ণ ব্যবসায়ী বিধবা মহিলা থাকতেন। কয়েক বছরখানেক আগে তার স্বামী মারা যান। মহিলা একাই ওই ফ্ল্যাটে থাকতেন ৷ গাড়ি রাখাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ওই এলাকায় তার সঙ্গে সমস্যা তৈরি হয়। মহিলার অভিযোগ, তারপর থেকেই তাকে নানা ভাবে রাস্তাঘাটে উতক্ত করতে থাকে কয়েকজন ৷ দিন কয়েক আগে রাত্রে নিজের ফ্ল্যাটে থাকাকালীন অবস্থায় তিনি দরজায় ধাক্কাধাক্কির আওয়াজ পান।
দরজা খোলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন তার ওপর চড়াও হয়। তাকে টেনে হিঁচড়ে তার ফ্ল্যাট থেকে টানতে টানতে বাইরে বার করে দেওয়া হয়। তিনি প্রতিবাদ করলেও কেউ তার কথায় কর্ণ পাত করেনি। বিভিন্নভাবে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি ৷ তার অভিযোগ তাকে এক ঘণ্টার বেশি ধরে এরকম নির্যাতন করা হয় শারীরিক ও মানসিক। বিষয়টি নিয়ে তিনি উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন:Sikkim Earthquake: রাশিয়ার পর কেঁপে উঠল সিকিম! ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা?
তার অভিযোগ কয়েকদিন কেটে গেলেও উলুবেড়িয়া থানার থেকে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। ঢুকতে গিয়ে তিনি দেখেন তার ফ্লাটে তালা দেওয়া। উলুবেড়িয়া থানার পুলিসকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় আতঙ্কে তিনি ফ্ল্যাটে ঢুকতে পারেননি। ফ্ল্যাটে তার ব্যবসার প্রয়োজনীয় জিনিসপত্র কাগজপত্র রয়েছে এগুলো কোনওরকমভাবে তিনি নিয়ে আসতে পারছেন না ৷
তার আরও অভিযোগ মদ্যপ অবস্থায় দুষ্কৃতীরা মোটরসাইকেলে করে তাকে যখন তখন ফলো করে। তিনি জানান তিনি একজন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিধবা মহিলা উলুবেড়িয়া থানার পুলিসকে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি তাই নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি ফ্ল্যাটে ফিরতে পাচ্ছেন না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)