বিক্রম দাস: মর্মান্তিক দুর্ঘটনা গিরিশ পার্ক থানা এলাকায় মদন চ্যাটার্জী লেনে। ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু দুই বছরের শিশু কন্যার। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার ঘটনা। বাড়ির ড্রয়িং রুমে খেলার সময় ঘটে দুর্ঘটনা। মা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন সে সময়। পুলিসের তরফে জানানো হয়েছে, ডাইনিং টেবিলে খেলার সময় আচমকা পড়ে গিয়ে জ্ঞান হারায় শিশু। পরিবারের সদস্যদের তরফে মল্লিকবাজারের এক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
আরও পড়ুন, EPIC Delivery: বদলে গেল নিয়ম! ভোটের সচিত্র পরিচয়পত্র এবার… বড় আপডেট….
এরপরই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর গোটা বিষয়টি স্পষ্ট হবে পুলিসের কাছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)