Transgender Incident: রাতের অন্ধকারে রূপান্তরকামীর ‘গায়ে হাত’ সিভিক পুলিসের, চরম ‘নোংরামো’ বাদুড়িয়ায়…


মনোজ মণ্ডল: রূপান্তরকামীর সঙ্গে অভব্য আচরণ! এক রূপান্তরকামীকে শ্লীলতাহানি ও তাঁর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চাতরায়। এই ঘটনায় প্রতিবাদে বাদুড়িয়ার থানার চাতরা ফাঁড়িতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শেষে তদন্তের আশ্বাস দিলে অবরোধ বিক্ষোভ ওঠে।

Add Zee News as a Preferred Source

জানা গিয়েছে, গতকাল রাত ১০টা নাগাদ বাদুড়িয়ার চাতরাররূপান্তরকামীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে বসির মোল্লা নামে এক সিভিক পুলিস। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে তাঁদের ২ জনকে আটকে হেনস্থা করেন ওই সিভিক পুলিস। এক রূপান্তরকামীর গায়ে হাতও দেন। গালিগালাজ করেন। এই ঘটনার পরই চাতরা ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান রূপান্তকামীরা

ঘটনার কথা জানতে পেরে আশপাশের বাসিন্দারাও সিভিক পুলিসের অশালীন আচরণের বিরুদ্ধে ওই দুই রূপান্তরকামীর সঙ্গে থানায় জমায়েত করে। প্রতিবাদ বিক্ষোভ ফেটে পড়েন। লিখিতও অভিযোগ করেন তাঁরা এই ঘটনায়। শেষে পুলিস বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিলে অনেক রাতে অবরোধ বিক্ষোভ ওঠে।

আরও পড়ুন, Karnataka Shocker: দশম শ্রেণির ছাত্রীকে বিবস্ত্র করে যৌন নির্যাতন! নগ্ন নাচে বাধ্য! পিজি রুমে যে ভয়ংকর ঘটনা ঘটে…

আরও পড়ুন, 11 Year Boy China Schoolwork: সকাল ৮টা থেকে রাত ১০টা! একদিনেই সব হোমওয়ার্ক! ভয়ংকর পরিণতি ১১ বছরের খুদে পড়ুয়ার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *