জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:বিখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটার জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টারবিস্ট, আবার ইন্টারনেটে ছড়ালেন তোড়ফোড়। কিন্তু এবার কোনও ভিডিয়ো বা স্টান্ট গেমস্ নয়, বরং একটি ছবি মাধ্যমে। এই ছবিতে রয়েছেন মিস্টারবিস্টের সাথে বলিউডের তিনটে বিখ্যাত তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খান।
ছবিটা সৌদি আরবের একটি অনুষ্ঠানে তোলা হয়েছিল এবং মিস্টারবিস্ট এই ছবিটি সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেন। এই ছবিতে শাহরুখ খান ও সালমান খানকে সুটে এবং আমির খানকে দেখা যায় একটি সুন্দর ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটে। মিস্টারবিস্টকেও খানদের সাথে ‘অল ব্ল্যাক’ আউটফিটে দেখা যায়।
আরও পড়ুন: Tom Cruise Break Up: বেশি বয়সের প্রেম টিকল না! ৬০-এ ফের সিঙ্গল টম ক্রুজ…
তাছাড়াও মিস্টারবিস্ট শেয়ার করা ছবিতে লিখেছেন, ‘হে ইন্ডিয়া, আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?’ এই রহস্যপূর্ণ লেখাটি ভক্তদের উন্মাদনায় ফেলে দিয়েছে। নেটপাড়ায় ছড়িয়েছে একটি সম্ভাব্য কলাবোরেশনের জল্পনা, যা নিঃসন্দেহে, হতে পারে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো ইভেন্ট।
ইন্টারনেট রিঅ্যাকশন
এই ছবি নেটিজেনদের মধ্যে উত্তেজনা জাগিয়ে তুলেছে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘শাহরুখ, সালমান ও আমির মিস্টারবিস্টের সাথে। মিস্টারবিস্টের পরবর্তী কলাব?’, আবার অন্য একজন কমেন্ট করেছে, ‘বিস্টস উইথ বিস্ট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)