মাত্র ১০০ টাকায় ইডেনে বসে দেখুন বিশ্বকাপ! সুপার এইট এবং সেমি দেখতেও খরচ স্রেফ…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে গেলে হাতে আর প্রায় দেড় মাস। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে টি-২০আই বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2026) ৮ মার্চ পর্যন্ত চলবে আইসিসি-র শো পিস ইভেন্ট। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। আর এবার কাপযুদ্ধ যুগ্মভাবে আয়োজন করবে দুই পড়শি দেশ ভারত-শ্রীলঙ্কা (India-Sri Lanka)। 

Add Zee News as a Preferred Source

ইডেনে রয়েছে একাধিক ম্যাচ

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সও (Eden Gardens) হোস্ট করবে গ্রুপ পর্যায়ের ম্যাচ থেকে সুপার এইট ও হাই-প্রোফাইল সেমিফাইনালও! আর এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) জানিয়ে দিল যে, ইডেনে বসে বিশ্বকাপ দেখতে গেলে কত টাকা খরচ করতে হবে। একেবারে সাধারণের নাগালেই রাখা হয়েছে টিকিটের দাম। বিশ্বকাপের মতো ইভেন্ট এবার মাঠে বসে দেখা যাবে মাত্র ১০০ টাকায়।

আরও পড়ুন: ‘ভণ্ড’ বিরুষ্কাকে ছিঃ ছিক্কার নেটদুনিয়ার, শেষে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির সঙ্গেও…

বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালির মধ্যে গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম:

প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম-৪০০০ টাকা
লোয়ার ব্লক বি এবং এল টিকিটের দাম-১০০০ টাকা
লোয়ার ব্লক সি, এফ এবং কে টিকিটের দাম-২০০ টাকা 
লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে টিকিটের দাম-২০০ টাকা 
আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ এবং এল১ টিকিটের দাম-১০০ টাকা
 
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যের গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম:

প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৫০০০ টাকা
লোয়ার ব্লক বি এবং এল-এর টিকিটের দাম ১৫০০ টাকা 
লোয়ার ব্লক সি, এফ, এবং কে-এর টিকিটের দাম ১০০০ টাকা
লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ, এবং জে-এর টিকিটের দাম দাম ৫০০ টাকা
আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১ টিকিটের দাম- ৩০০ টাকা।

আরও পড়ুন: নিলামে ‘নবজীবন’ ভারতীয় দলের তারকা বন্ধুর, আবেগে রূপান্তরিত ক্রিকেটার প্রকাশ্যেই…

 
সুপার এইট ও সেমি-ফাইনালের  টিকিটের দাম:

প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ১০০০০ টাকা
লোয়ার ব্লক বি এবং এল-এর টিকিটের দাম ৩০০০ টাকা
লোয়ার ব্লক সি, এফ, এবং কে-এর টিকিটের দাম ২৫০০ টাকা
লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ, এবং জে-এর টিকিটের দাম ১৫০০ টাকা
আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১-এর টিকিটের দাম ৯০০ টাকা
 

বঙ্গজ ক্রিকেটের মসনদে মহারাজ

গত সেপ্টেম্বরে পাক্কা ৬ বছর পর ফের সিএবি প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দায়িত্বে ফিরেই সৌরভ ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট আয়োজন করেছেন। আর এবার সৌরভের সামনে কুড়ি ওভারের বিশ্বকাপ। কাপযুদ্ধের পরেই ইডেনের সংস্কারের পরিকল্পনা রয়েছে মহারাজের। ৬৮০০০ থেকে ইডেনের দর্শকাসন এক লাখি করারই ইচ্ছা রয়েছে তাঁর।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *