Newtown Govt Flats Nijanna and Sujanna: মাত্র ৬ লাখে অভিজাত নিউটাউনে সাজানো আবাসনে ফ্ল্যাট, দরজা খুলছে ‘নিজন্ন’! কী ভাবে কিনবেন? জাস্ট ক্লিক…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের উন্নয়নে নতুন পদক্ষেপ। নিউ টাউন-এ (Govt Housing Complex in NewTown) নিজন্ন (Nijanna) এবং সুজন্ন (Sujanna) আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে তিনি উদ্বোধন করবেন বহুতল পার্কিং কমপ্লেক্স সুসম্পন্ন এবং অনুষ্ঠান ও বিনোদনের নতুন ঠিকানা তরণ্য। আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের মাথার উপর নিজস্ব ছাদ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। মাত্র ৬ লক্ষ টাকায় এক কামরার ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯৮ বর্গফুটের এই ফ্ল্যাটগুলি মূলত অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলির জন্যই বরাদ্দ করা হবে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এই ফ্ল্যাটগুলি কার্যত জলের দরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Add Zee News as a Preferred Source

প্রশাসনিক মহলের মতে, শহরে বাড়তে থাকা আবাসন সংকটের মধ্যে এই উদ্যোগ বহু পরিবারকে স্বস্তি দেবে। কোন যোগ্যতায় কারা এই ফ্ল্যাট পাবেন, কী ভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে—এই সমস্ত বিষয় নিয়ে খুব শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

জানা গিয়েছে, এই প্রকল্পে আবেদন করতে পারিবারিক মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে। চলতি বছরের জুলাই মাসেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। হিডকোর উদ্যোগে তৈরি এই আবাসন প্রকল্পগুলি ঘিরে শুরু থেকেই সাধারণ মানুষের কৌতূহল ছিল। নবান্নের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনেই ফ্ল্যাট কেনার সুযোগ মিলবে।

সূত্রের খবর, ‘নিজন্ন’ প্রকল্পে মোট ৪৯০টি এবং ‘সুজন্ন’ প্রকল্পে ৭২০টি ফ্ল্যাট রয়েছে। ‘নিজন্ন’-এর ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার সময় ৬০ হাজার টাকা দিতে হবে। অন্যদিকে ‘সুজন্ন’-এর ২ বিএইচকে ফ্ল্যাটের আয়তন ৬১৭.৬৩ বর্গফুট। নিউটাউনে এই ধরনের একটি ফ্ল্যাটের দাম ধার্য হয়েছে প্রায় ৩২ লক্ষ টাকা। এলআইজি গ্রুপের জন্য আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫ হাজার ১ টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে।

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, এই আবাসন প্রকল্পগুলিতে সরকার কয়েক কোটি টাকা ভরতুকি দিচ্ছে, যাতে সাধারণ মানুষের পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব হয়। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হিডকোর ওয়েবসাইটের মাধ্যমে হবে এবং লটারির মাধ্যমে যোগ্য আবেদনকারীদের বাছাই করা হবে।

এই প্রসঙ্গে কেন্দ্রের বঞ্চনার অভিযোগও উঠেছে। রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে ১১ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও অনুমোদন মিললেও অর্থ ছাড়েনি কেন্দ্র। তার প্রতিবাদেই রাজ্যের কোষাগার থেকে প্রায় ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির অনুদান দিয়েছে নবান্ন। সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতেই রাজ্য এই উদ্যোগ নিয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি।

আরও পড়ুন: Important Medicine Banned: বিরাট খবর! প্যারাসিটামল, প্র্যানটোপ্রাজল-সহ বহুল ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় ৩১টি ওষুধ নিষিদ্ধ! রাজ্যে ড্রাগ কন্ট্রোলের বড় পদক্ষেপ…

আরও পড়ুন: Nisha Chatterjee Viral VDO: ‘আমার ব্রা-প্যান্টি পরা যে ছবি ভাইরাল, সেটা কই? নুসরাত-মিমির ভাইরাল VDO আছে, তাও তো ওরা রাজনীতি করে…’, বিস্ফোরক নিশা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *