Kolkata Metro : ৫ জুলাইয়ের মধ্যেই অরেঞ্জ লাইনে চালাতে হবে মেট্রো – crsdepartment has extended the deadline for commissioning of kavi subhash to ruby section of orange line of kolkata metro till 5 july


এই সময়: অনুমোদন পাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণ পরিষেবা চালু করা যায়নি। অগত্যা কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) দপ্তর কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অংশ চালু করার সময়সীমা ৫ জুলাই পর্যন্ত সম্প্রসারিত করল। ওই তারিখের মধ্যেও এই লাইনে বাণিজ্যিক পরিবহণ সম্ভব না হলে নতুন করে সিআরএস অনুমোদন নিতে হবে।

Kolkata Metro : চিংড়িহাটায় যান চলাচলে বিকল্প ব্যবস্থা
৩০ জানুয়ারি কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করতে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) উত্তর-পূর্ব সীমান্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্তা শুভময় মিত্র। পরিদর্শনের কয়েকদিন পর ৭ ফেব্রুয়ারি সিআরএস থেকে অনুমোদন আসে অরেঞ্জ লাইনে বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের। এই অনুমোদনের মেয়াদ থাকে তিন মাস। অর্থাৎ অন্তত ৬ মে-র মধ্যে লাইনে বাণিজ্যিক পরিষেবা চালু করে দিতেই হতো। মে-র প্রথম সপ্তাহেই অরেঞ্জ লাইনে পরিষেবা শুরুর জল্পনা প্রবল হয়। মাসের ১ এবং ২ তারিখে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অংশে মহড়াও চলে। কিন্তু মহড়াই সার। পরিষেবা চালু হয়নি।

Kolkata Metro : শনিবার থেকেই সূচিতে বদল, টালিগঞ্জ-গড়িয়া রুটে কোন সময় মিলবে মেট্রো?
৬ মে পার হয়ে যাওয়ার পরও অরেঞ্জ লাইনে বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচল শুরু না হওয়ার পর সিআরএস দপ্তর থেকে এই লাইনের সময়সীমা বাড়িয়ে চিঠি দেওয়া হয়েছে কলকাতা মেট্রোকে। সেই চিঠি অনুযায়ী ৫ জুলাইয়ের মধ্যেও যদি অরেঞ্জ লাইনে ট্রেন চলাচল শুরু না হয় তাহলে লাইনের অনুমোদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে ট্রেন চালানোর আগে ফের সিআরএস-এর পরিদর্শন হবে এবং ট্রেন চালানোর জন্য নতুন করে অনুমোদন নিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *