৩০ জানুয়ারি কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করতে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) উত্তর-পূর্ব সীমান্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্তা শুভময় মিত্র। পরিদর্শনের কয়েকদিন পর ৭ ফেব্রুয়ারি সিআরএস থেকে অনুমোদন আসে অরেঞ্জ লাইনে বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের। এই অনুমোদনের মেয়াদ থাকে তিন মাস। অর্থাৎ অন্তত ৬ মে-র মধ্যে লাইনে বাণিজ্যিক পরিষেবা চালু করে দিতেই হতো। মে-র প্রথম সপ্তাহেই অরেঞ্জ লাইনে পরিষেবা শুরুর জল্পনা প্রবল হয়। মাসের ১ এবং ২ তারিখে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অংশে মহড়াও চলে। কিন্তু মহড়াই সার। পরিষেবা চালু হয়নি।
৬ মে পার হয়ে যাওয়ার পরও অরেঞ্জ লাইনে বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচল শুরু না হওয়ার পর সিআরএস দপ্তর থেকে এই লাইনের সময়সীমা বাড়িয়ে চিঠি দেওয়া হয়েছে কলকাতা মেট্রোকে। সেই চিঠি অনুযায়ী ৫ জুলাইয়ের মধ্যেও যদি অরেঞ্জ লাইনে ট্রেন চলাচল শুরু না হয় তাহলে লাইনের অনুমোদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে ট্রেন চালানোর আগে ফের সিআরএস-এর পরিদর্শন হবে এবং ট্রেন চালানোর জন্য নতুন করে অনুমোদন নিতে হবে।