Kalbaisakhi In Kolkata : গুমোট গরম থেকে রেহাই দিল কালবৈশাখী, শুক্রেও তুমুল বৃষ্টির পূর্বাভাস – kolkata and other districts may witness kalbaisakhi and thunderstorm till saturday


গুমোট গরম থেকে অবশেষে রেহাই পেয়েছে রাজ্যবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃতীয় কালবৈশাখীর সাক্ষী থাকল রাজ্য। সঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। আর সেই মতোই স্বস্তির বৃষ্টি নামল শহর কলকাতাতেও। তার আগে অবশ্য ধুলোর ঝড়ে চোখে মুদেছিল মহানগর।


Kolkata Rainfall Update : গুমোট গরম থেকে রেহাই, বুধেও শহরে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস
কলকাতায় ফের বৃষ্টি?

সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। ভ্যাপসা গুমোট গরমে হাসফাঁস করছিল শহরবাসীর। তবে সন্ধ্যার পর থেকেই হাওয়া বদল। কালবৈশাখী ঝড়ের দাপটে কার্যত লন্ডভন্ড দশা হয় শহরের। গাছ উপড়ে পড়া, সাইনবোর্ড ভেঙে পড়া, অফিস ফিরতি নিত্যাযাত্রীরা যানজটের শিকার হন। রাতভর চলে প্রবল বৃষ্টি।

Rainfall Forecast : রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, ২৪ ঘণ্টার মধ্যেই হাওয়া বদল
শুক্রবারও দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। সকাল থেকেই আকাশ মেঘলা। তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে আর্দ্রতাজনিক অস্বস্তি থেকেও রেহাই পাবে শহরবাসী। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০২৮.৭ মিলিমিটার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *