কলকাতায় ফের বৃষ্টি?
সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। ভ্যাপসা গুমোট গরমে হাসফাঁস করছিল শহরবাসীর। তবে সন্ধ্যার পর থেকেই হাওয়া বদল। কালবৈশাখী ঝড়ের দাপটে কার্যত লন্ডভন্ড দশা হয় শহরের। গাছ উপড়ে পড়া, সাইনবোর্ড ভেঙে পড়া, অফিস ফিরতি নিত্যাযাত্রীরা যানজটের শিকার হন। রাতভর চলে প্রবল বৃষ্টি।
শুক্রবারও দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। সকাল থেকেই আকাশ মেঘলা। তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে আর্দ্রতাজনিক অস্বস্তি থেকেও রেহাই পাবে শহরবাসী। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০২৮.৭ মিলিমিটার।