Kunal Ghosh : ‘বিরোধীদের প্রতীকে জয়ী হয়েও তৃণমূলে আসবেন, বাইরন অনুভূতি ছড়িয়ে পড়বে’, বিস্ফোরক কুণাল ঘোষ – kunal ghosh says oppsition candidate who will win in west bengal panchayat election will join tmc


কিছুদিন আগেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। তিনি জানিয়েছিলেন, তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর এই যোগদানের সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই তাঁর তৃণমূলে যোগদান কংগ্রেসের জন্য বড় ধাক্কা ছিল।

আপাতত সমস্ত রাজনৈতিক দলের ‘ফোকাস’ পঞ্চায়েত নির্বাচন। দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যে বিক্ষিপ্ত বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ঠিক কী বলেছেন তিনি?

Bayron Biswas: বাইরনের বিধায়ক পদ বাতিলের দাবিতে দায়ের জনস্বার্থ মামলা
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “এই যে এত মারামারি করছে এরা অর্ধেক জায়গায় প্রার্থী খুঁজে পাবে না। যদি কেউ ওদের প্রতীকে জেতেন তিনি বুঝতে পারবেন কেন্দ্র বাংলাকে কী ভাবে বঞ্চিত করছে এবং মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্প চালু করেছেন। তা বুঝতে পেরে মনের টানে তিনি যোগদান করবেন তৃণমূলে।”

তিনি আরও বলেন, “যদি দু’চারজন অন্য প্রতীকে জেতেন তাঁদের মধ্যে বাইরনের অনুভূতি সংক্রামিত হবে। মানুষই বা কেন অন্য চিহ্নে ভোট দেবেন? কারণ সরাসরি তৃণমূলকে ভোট দিলে দলের প্রার্থী জিতবেন এবং অন্য চিহ্নে দিলে তাঁরা জেতার পর তৃণমূলে আসবেন। ফলে অন্য চিহ্নে দিয়ে কী লাভ!”

Panchayat Election 2023: রাজ্যপাল-কমিশনার সাক্ষাৎ, মনোনয়নপত্র জমার ভিডিয়োগ্রাফি করার পরামর্শ বোসের
অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে কি ‘বাইরন মডেল’-এই আস্থা তৃণমূলের? কুণালের মন্তব্যের পর প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রসঙ্গত, একুশের নির্বাচনে জোট বেঁধেছিল বাম এবং কংগ্রেস। কিন্তু, রাজ্যের একটি আসনেও তারা জয়লাভ করতে পারেনি। কিন্তু, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী করে বাইরন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন করে বামেরা এবং তিনি জয়ীও হন।

Kunal Ghosh Viral: ‘মাঝখানে আমি পড়ছি কেন জানি না’

Suvendu Adhikari Panchayat Election : ‘বাংলায় গণতন্ত্রের হত্যা…’, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সরব শুভেন্দু
কিন্তু, জয়ের তিন মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাইরন বিশ্বাস। এবার এই ঘটনাটিকে সামনে রেখেই সুর চড়ালেন কুণাল। এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যে বিক্ষিপ্ত বিশৃঙ্খলার ছবি।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। এই মর্মে তাঁরা আদালতেও গিয়েছেন। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানিয়ে তাঁর মন্তব্য, যদি তা না হয় সেক্ষেত্রে যত দিন গড়াবে অশান্তি বাড়বে।

WB Panchayat Election : ‘মমতাকে প্রার্থীতালিকা পাঠাবো, যদি না মানেন…’, দলনেত্রীকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক
উল্লেখযোগ্যভাবে এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *