West Bengal Election 2023 : ভোটের দিন রাজ্যে সমস্ত সরকারি হাসপাতালে খোলা থাকবে আউটডোর-জরুরি বিভাগ, সিদ্ধান্ত – west bengal health department has decided to keep outdoor service of all government hospitals open on panchayat election day


Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের দিন স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা হবে গোটা রাজ্য জুড়ে। সমস্ত সরকারি হাসপাতালের বহির্বিভাগ চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য বিভাগের অধিকর্তারা এই বিষয়ে একটি বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, উপকেন্দ্রগুলিতে আগামী ৮ জুলাই বহির্বিভাগ বা আউটডোর চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৮ জুলাই, শনিবার নিয়মমাফিক সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর চালু থাকছে।

Government Diagnostic Centre : সরকারি ডায়াগনোস্টিক সেন্টারের জন্য ই-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য দফতরের
তবে শুধু আউটডোর নয়, স্বাস্থ্য কেন্দ্রগুলোর ইনডোর, জরুরি বিভাগও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, রাজ্যের সমস্ত গ্রামীণ এলাকাগুলোতে আগামী ৮ জুলাই একদিনে নির্বাচন সংগঠিত হওয়ার কথা রয়েছে। সে কারণে ওইদিন নির্বাচন চলাকালীন স্বাস্থ্য পরিষেবা যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর।

West Bengal Health News : রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চালু অভিনব ব্যবস্থা, বড় সমস্যা মিটছে রোগীদের!
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তারা এই বিষয় নিয়ে একটি জরুরি বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ভার্চুয়ালি রাজ্যের সমস্ত জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকের পর রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের আউটডোর, ইনডোর এবং জরুরি বিভাগ চালু রাখার ব্যাপারে সিদ্ধান্তের নির্দেশ জারি করা হয়।

Mamata Banerjee : প্রচারে ফিরছেন তৃণমূল সুপ্রিমো! সোমবার বীরভূমের সভায় ভার্চুয়ালি বক্তৃতা দেবেন মমতা
পঞ্চায়েত নির্বাচন এক দফায় হওয়ার কারণে রাজ্যে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে রাজ্য পুলিশ। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে অর্ধেক কেন্দ্রীয় বাহিনী এবং অর্ধকে রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন পরিচালনা করার নির্দেশ দিয়েছে আদালত। সেক্ষেত্রে নির্বাচনের দিন সুরক্ষা ব্যবস্থার যাতে কোনও ত্রুটি না থাকে, সেই ব্যাপারটা সুনিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।

Panchayat Election 2023 : প্রয়োজনে ছুটি বাতিল স্বাস্থ্যে, সতর্ক সরকার
পাশাপাশি, নির্বাচন চলাকালীন যাতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত না হয়, সেদিকটিও খেয়াল রাখা হচ্ছে। মনোনয়ন পর্ব থেকে রক্তপাত দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। পঞ্চায়েত পর্ব কতটা শান্তিপূর্ণ হবে সে নিয়ে সন্দিহান সব পক্ষই। তবে এর মাঝে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ম মাফিক চলার কারণেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ বিভাগ চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *