Uttar Dinajpur : চোপড়ায় CPIM নেতার ছেলেকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে – trinamool accused of attacking cpim leader son by sharp weapon in chopra


CPIM West Bengal : চোপড়ায় বাম নেতার ছেলেকে ধারালো অস্ত্রের কোপ। ইসলামপুরে ছুরিকাহত হয়ে অসীম সাহার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবারে চোপড়ায় বাম নেতার ছেলেকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই যুবক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম রবিউল হাবিব (৩২)। তাঁর পিতা মকলেশ্বর রহমান এলাকার প্রভাবশালী বাম নেতা। বৃহস্পতিবার রাতে স্থানীয় দলুয়া এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন রবিউল। গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে আখতার আলি নামে এক ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ।

Raiganj News : টাকা আদায়ের প্রতিবাদ করে আক্রান্ত, শিলিগুড়ির হাসপাতালে মৃত্যু ইসলামপুরের যুবকের
গুরুতর আহত অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরের বেশ কিছু জায়গায় ক্ষত রয়েছে। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক হিংসার অনুমান করছেন স্থানীয় বাম নেতৃত্ব। তাঁদের অনুমান শাসক দল তৃণমূলের মদতেই ঘটনাটি ঘটেছে।

BJP 12 hrs Bandh: ব্যবসায়ীর মৃত্যুতে রবিবার ইসলামপুরে ১২ ঘণ্টার বনধ, উত্তেজনা সামাল দিতে মোতায়েন বিপুল বাহিনী
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত রবিউলের পিতা মোকলেসশ্বর রহমান বলেন, ‘আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ দেখি ছেলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে। আমি কোনওদিকে না দেখে গাড়ি করে ছেলেকে নিয়ে সোজা ইসলামপুর মহকুমা হাসপাতালে আসি।

Uttar Dinajpur : জোর করে ব্যবসায়ীর থেকে তোলা আদায়ের অভিযোগ, প্রতিবাদে ছুরিকাঘাতে জখম ১
ওর শরীরের বেশ কিছু জায়গায় ক্ষত রয়েছে। কী কারণে হামলা হল তা এখনও বুঝতে পারছি না’। অপরদিকে, CPIM-এর জেলা কমিটির সদস্য বিকাশ দাস বলেন, ‘আমরা খবর পাই, যে আমাদেরই সদস্য মোকলেশ্বর রহমানের ছেলেকে কেউ বা কারা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালিয়েছে।

Post Poll Violence in West Bengal : ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদে, তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে আহত একাধিক
আমরা তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসি। ওর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। চা গাছ কাটার যে হাঁসুয়া রয়েছে সেই অস্ত্র দিয়েই তাঁর উপরে আক্রমণ করা হয়েছে। এর পিছনে রাজনৈতিক কোনও ষড়যন্ত্র রয়েছে বলেই আমাদের অনুমান।

Trinamool Congress : বাড়ি ভাঙচুর-মহিলাদের মারধর! ২১শে জুলাইয়ের সমাবেশ শেষেই নব্য বনাম আদি দ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া
এই বিষয়ে আমরা পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছি’। অপরদিকে, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। অভিযুক্ত যাতে দ্রুত গ্রেফতার হয় এবং আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা পুলিশকে জানিয়েছি। হতে পারে ব্যক্তিগত কোনও আক্রোশের কারণে এই ঘটনা ঘটেছে। এখানে রাজনৈতিক কোনও ব্যাপার নেই’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *