WB Panchayat Board : ISF-এর সঙ্গে তৃণমূলের বোর্ড গঠনে অশান্তি, গুলি- বোমাবাজিতে রণক্ষেত্র বারাসত – trinamool formed board in alliance with isf in barasat


এবার পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বারাসত ১ ব্লকের কদম্বগাছি এলাকা। কদম্বগাছি পঞ্চায়েতে ISF-এর সঙ্গে জোট করে বোর্ড গঠন করল তৃণমূল। আর তারপরেই ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে। সেই সঙ্গে শূন্যে চলল গুলিও, জানা গিয়েছে এমনটাই। বারাসত ১ ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে চাপা উত্তেজনা ছড়ায়। তৃণমূলের দুই গোষ্ঠীই এদিন জমায়েত করে পঞ্চায়েত অফিসের সামনে। দলের হুইপকে অমান্য করে পঞ্চায়েত প্রধান হন মাধুরী মণ্ডল। উপপ্রধান হন হাসিবুল আলি আজাদ বলে অভিযোগ। তবে বোর্ড গঠনের পর এলাকায় চলল গুলি। পাশাপাশি বোমাবাজির ঘটনাও ঘটে বলে অভিযোগ।

WB Panchayat Board : সংখ্যাগরিষ্ঠ হয়েও পঞ্চায়েত বোর্ড হাতছাড়া তৃণমূলের, বাজিমাত জোটের
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তৃণমূল সদস্যদের একটি বড় অংশের অভিযোগ, ISF-এর সঙ্গে জোট করে তৃণমূলের অন্য গোষ্ঠী বোর্ড গঠন করেছে। এই কথাকে সমর্থন করে ISF নেতা হাবিব আলি বলেন, ‘তৃণমূলের সঙ্গে আমরা জোট করে বোর্ড গঠন করেছি। যাদের সঙ্গে আমরা জোট করেছি তাঁরা তৃণমূলের একটি গোষ্ঠী। তৃণমূলের অপর এক গোষ্ঠী তাঁদের সমর্থন করছিল না। সেই সময়ে ওই গোষ্ঠীর লোকেরা আমাদের কাছে এসে সমর্থন চান। আমরা তখন স্বচ্ছ বোর্ড গড়ার শর্ত আরোপ করে তাঁদের সমর্থন করেছি।

Nawsad Siddiqui : নওশাদের সঙ্গে বচসায় পুলিশ, বোর্ড গঠন ঘিরে বোমাবাজিতে রণক্ষেত্র ফুরফুরা
কারণ এভাবে যদি বোর্ড গঠন পিছিয়ে যেত, তাহলে এলাকার মানুষের পরিষেবা পেতে অসুবিধে হয়ে যেত। আর আমরা এখন যারা ISF করি, তাঁরা একটা সময় তৃণমূলকেই সমর্থন করতাম। দুর্নীতির কারণে আমরা ISF-এ যোগ দিয়েছি। যে গোষ্ঠীকে আমরা সমর্থন করেছি, তাঁদের বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গেই মূলত আমাদের লড়াই’। অন্যদিকে, তৃণমূল নেতা মাফুজার রহমান বলেন, ‘ভোটাভুটি বা মত প্রকাশের মধ্য দিয়ে বোর্ড গঠন হয়েছে। ISF কাদের সমর্থন করেছে জানিনা।

WB Panchayat Board : সংখ্যাগরিষ্ঠতা থেকেও ব্যর্থ! উলুবেড়িয়ায় বোর্ড গঠনে BJP-ই সহায় তৃণমূলের
তবে তৃণমূল বোর্ড দখল করেছে, এটা এলাকার মানুষের জয় হয়েছে’। যদিও পঞ্চায়েতের তৃণমূল সদস্য রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘দলের নির্দেশকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে এদিন ভোটাভুটির মাধ্যমে বোর্ড গঠন হয়েছে। আর এক্ষেত্রে ISF-র সঙ্গে জোট করেছে দলেরই সদস্যদের একটি অংশ।

এটা লজ্জার। যে ISF দুষ্কৃতীদের হাতে আমাদের অনেক কর্মীকে প্রাণ ত্যাগ করতে হয়েছে, আহত হতে হয়েছে। সেই ISF-এর সঙ্গে জোট কোনও তৃণমূল কর্মী কখনই মেনে নেবেন না’। তবে এলাকায় বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *