Asansol Transport,উৎসবের মরশুমে বিনা পয়সায় বাসযাত্রার সুযোগ, রাজ্যের কোন শহরে এই অফার জানেন? – asansol raniganj two minibus associaltion wil give free service in city from today to


বেআইনি অটো-টোটোর দৌরাত্ম্য কমাতে এবং রাস্তায় যানজট-সহ উৎসবের মরশুমে মানুষকে মিনিবাসের প্রতি আকর্ষিত করতে এবার বিশেষ উদ্যোগ। দুটি মিনিবাস সংগঠন এবার আসনসোলের রানিগঞ্জ শহরে বিনা ভাড়ায় পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিষেবা মিলবে আজ পাঁচই অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত। তবে এই পরিষেবা শুধুমাত্র মিলবে শুধুমাত্র রানিগঞ্জ শহরের মধ্যেই। যাত্রীদের বাইরে যেতে গেলে গুণতে হবে ভাড়া।

দুই অ্যাসেসিয়েশনের সিদ্ধান্ত
অটো ও টোটো দৌরাত্ম্যে নাভিঃশ্বাস উঠেছে বলে অভিযোগ রানিগঞ্জের মানুষের। প্রতিদিনই যানজটে নাকাল সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় আবেদন করার পরও বেআইনি অটো টোটোর দৌরাত্ম্য কমাতে পারেনি মিনিবাস অ্যাসোসিয়েশন। আর তাই এবার শারদ উৎসবের আগেই ‘গান্ধীগিরি’র পথে নামল রানিগঞ্জের ২টি বাস অ্যাসোসিয়েশন। মিনিবাস সংগঠন ২টির সিদ্ধান্ত, রানিগঞ্জ মোড় থেকে রানিগঞ্জ স্টেশন অবধি ৪ কিলোমিটার রাস্তা মিনিবাসে ভ্রমণ করতে কোনও ভাড়া নেওয়া হবে না। অ্যাসোসিয়াশানের পক্ষ থেকে পোস্টারিং করে এই কথা ইতিমধ্যেই যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।

SBSTC Digha Bus Timetable : বোলপুর-দিঘা জুড়ে গেল সরকারি বাসে, কখন ছাড়বে-ভাড়া কত?
যা জানাচ্ছেন অ্যাসোসিয়েশনের সম্পাদক…
এই বিষয়ে আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় জানিয়েছেন, এর ফলে যানজট কিছুটা হলেও কমবে। এর ফলে শারোদৎসবে মানুষজন বিনা ভাড়ায় মিনিবাসে ভ্রমণ করার সুবিধা পাবেন। তবে অনেকেই মনে করছেন, মিনিবাসের প্রতি আকর্ষণ কমেছে মানুষজনের। আর সেই কারণেই বিকল্প হিসেবে টোটো-অটো ব্যবহারের ঝোঁক বেড়েছে শহরবাসীর। সেক্ষেত্রে যাত্রীরা যত টোটো অটো ব্যবহার বাড়িয়েছেন, ততই শহরে সংখ্যা বেড়েছে এই দুই যানবাহনের।

Raniganj Mini Bus

মিনিবাসের বিজ্ঞপ্তি

পরিষেবা শুধু রানিগঞ্জ শহরেই
আর তাই সেখান থেকে যাত্রীদের টানতে ও অটো-টোটোর বাড়বাড়ন্ত কমাতেই বিনামূল্যে এই পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে অ্যাসোসিয়েশান। মিনিবাসের দিকে যাত্রী টানতেই এমন ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। যদিও এই সুবিধে শুধুমাত্র রাণীগঞ্জ শহরেই মিলবে। রানিগঞ্জ শহর থেকে বাইরে যেতে হবে কিংবা আসানসোল শহরের অন্যান্য অঞ্চলে, মিনিবাসের ভাড়ায় ছাড়ের কথা কিছু জানানো হয়নি।

Toto News : পুজোরে আগেই আরও একটি রুটে টোটো বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের! ব্যাপক বিক্ষোভ চালকদের
প্রসঙ্গত, বেআইনি টোটোর ওপরে রাশ টানতে ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্য পরিবহণ দফতর। বিশেষত রাজ্য সড়ক ও জাতীয় সড়কে যাতে টোটো নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য শুরু হয়েছে ধরপাকড়। এছাড়া ব্যারাকপুর, বারুইপুরের মতো জায়গায় কোনও কোনও রুটে টোটো বন্ধ করার নির্দেশও দিয়েছে প্রশাসন। আর এবার টোটো-অটোর দৌরাত্ম্য রুখতে সরাসরি উদ্যোগ নিল মিনিবাস অ্যাসোসিয়েশন।

এই মুহূর্তের কেথায় কী ঘটছে জানতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *