রবিবার শহরে পা রাখার পর সোমবার তিনি সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার সবুজ মাঠে রোনাল্ডিনহোর সঙ্গী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বাটা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এই ফুটবল তারকা। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ফুরফুরে মেজাজে দেখা যায় অভিষেককে।
ডায়মন্ডহারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি ম্যাচের আয়োজন হয়েছিল বাটানগরের বাটা স্টেডিয়ামে। আর এই ম্যাচ দেখার জন্যই উপস্থিত হয়েছিলেন ব্রাজিলের এই ফুটবল তারকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মাঠে উপস্থিত ফুটবলারদের সঙ্গে হাত মেলান তিনি। রোনাল্ডিনহোর সঙ্গে কিছু মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালো টিশার্ট মাথায় টুপি আর গলায় চেন, স্বমহিমায় ছিলেন রোনাল্ডিনহো। অন্যদিকে, কালো টিশার্টে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
মাছ-ভাত আর ফুটবল-বাংলা এবং বাঙালির আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ব্যতিক্রমী নন। তাঁর উদ্যোগে বছরভর একাধিক স্পোর্টস ইভেন্টের আয়োজন হয়। সেক্ষেত্রে বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত অভিষেকও। যদিও তাঁদের মধ্যে কী কথা হয়েছে? তা জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে পুজোর সময় কলকাতায় এসেছেন রোনাল্ডিনহো। শ্রীভূমিতে গিয়েছিলেন তিনি। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শুধু তাই নয়, এই ফুটবল তারকাকে একঝলক চোখে দেখার জন্য হাজির হয়েছিলেন বহু মানুষ। আর তাঁর নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও খামতি না থাকে সেই জন্য প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
বিমানবন্দর থেকে তিনি সোজা রওনা দেন শহরের একটি সাততারা হোটেলের দিকে। শহরে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। একাধিক পুজোয় যাওয়ার কথা তাঁর। সোমবারই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে একটি জার্সিও উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ক্রিকেট শেখার জন্য আগ্রহও প্রকাশ করেছেন।
রোনাল্ডিনহোকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও।
রাজ্যের সব খবর পেতে ফলো করুন এই সময় ডিজিটাল-এর হোয়াটসঅ্যাপ চ্যানেল। ফলো করুন