Kunal Ghosh Facebook Post : গ্রেফতারি প্রসঙ্গ তুলে কুণালের ফেসবুক পোস্ট, জল্পনা তুঙ্গে – kunal ghosh posted on facebook about his arrest 10 years ago in saradha case


এই সময়: ফেসবুকে পোস্ট করে নিজের গ্রেপ্তার হওয়ার দশবছর পূর্তি হওয়ার কথা বৃহস্পতিবার স্মরণ করিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ২০১৩ সালের নভেম্বরেই তাঁকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। কুণাল তখন দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। দশ বছর পরেও নিজের অবস্থান থেকে সরে এলেন না তিনি। বরং ফেসবুকে তিনি স্পষ্ট লিখেছেন, ‘রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে।’ রাজ্যের শাসক দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থাকার পরেও রাজ্য পুলিশেরই বিরুদ্ধে তাঁর এই অবস্থান যথেষ্ট সাহসী বলে মনে করছে রাজনৈতিক মহল। কুণাল নিজেও এ প্রসঙ্গে বলেন, ‘আমাকে তো রাজ্য পুলিশই গ্রেপ্তার করেছিল। পরে সিবিআই হেফাজতে নেয়। এখনও তো রাজ্য পুলিশের বিরুদ্ধেই আইনি লড়াই লড়তে হচ্ছে। আমি যে পুরোপুরি নির্দোষ সেটা একদিন প্রমাণ হবেই।’


কুণাল লিখেছেন, ‘আমার এবং আমার ঘনিষ্টদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবেন না।’ তবে কারা সেই ‘ষড়যন্ত্রী’ সেই উল্লেখ অবশ্য সোশ্যাল মিডিয়ায় করেননি তৃণমূলের বর্তমান রাজ্য সাধারণ সম্পাদক। ফেসবুকে তিনি আরও লিখেছেন, ‘আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে, মন থেকেই দলটা করে এসেছি। আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এমএলএ হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব।’ তাঁর সাংসদ, বিধায়ক না হতে চাওয়ার ইচ্ছে প্রকাশও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Manipuspak Sengupta এর বিষয়ে

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *